কুলাউড়া উপজেলার স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান হিরা-গুলজান জুনিয়র স্কুলে আরডিআর এস বাংলাদেশের আয়োজনে পুরস্কার বিতরণ, মা সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) মোহাম্মদ বেলাল আহমদ জালালের সভাপতিত্বে ও আব্দুস ছামাদ সুজেলের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বেসরকারি শিক্ষক ফোরাম কুলাউড়া উপজেলার সিনিয়র সহসভাপতি সাংবাদিক এ,কে,এম তাহিরুল হক।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আরডিএস বাংলাদেশের স্কুল সুপারভাইজার মো. আব্দুস সামাদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক এনামুল হক চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাহতাব হোসেন, শফিকুল ইসলাম, রোহেনা বেগম। শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন মো. মোবাশ্বির আলী, মাসুম আহমদ,উত্তম দেব, বিলকিস চৌধুরী, আফিয়া বেগম, তান্নী বেগম, হিমা আচার্য্য, শিরিন বেগম তামান্না বেগম প্রমুখ।
অতিথি বৃন্দ প্রতিষ্ঠানের ভূয়সী প্রশংসা করে লেখাপড়ার মানোন্নয়নে সর্বাত্মক সহযোগিতা করার আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে বাউল শিল্পী বানু সরকার ও তার দল সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করে।
শেয়ার করুন