ফারুক আহমদ
স্টাফ রিপোর্টার
সিলেটের বিশ্বনাথ পৌর সভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী তালুকদার মো. ফয়জুল ইসলামের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।
শনিবার (১ অক্টোবর) বাদ যুহর পৌর শহরের আলহাজ্ব লেচু মিয়া স্কুল এন্ড কলেজ হলরুমে ওই মতবিনিময় সভা অনুষ্টিত হয়।
বিশ্বনাথ উপজেলা আল ইসলাহ সভাপতি অধ্যক্ষ মাওলানা আখতার আলীর সভাপতিত্বে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া, লতিফিয়া ক্বারী সোসাইটি, লতিফিয়া ইমাম সোসাইটি বিশ্বনাথ উপজেলার দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন।
উপস্থিত বক্তাগন বলেন পরিষ্কার পরিচ্ছন্ন, মাদকমুক্ত, দুর্নীতিমুক্ত, সুদ-ঘুষ দালালমুক্ত সমাজ এবং একটি মডেল পৌরসভা গড়ার লক্ষ্যে আসন্ন ২ নভেম্বর বিশ্বনাথ পৌরসভা নির্বাচনে দলমত-ধর্ম-বর্ণ নির্বিশেষে তালুকদার মো. ফয়জুল ইসলাম কে ভোট দিয়ে নির্বাচিত করা সকলের দায়িত্ব ও কর্তব্য।
পরিশেষে মেয়র পদপ্রার্থী তালুকদার মো. ফয়জুল ইসলাম সকলের দোয়া, সমর্থন ও ভোট প্রত্যাশা করেন।