যশোরে সড়ক দূর্ঘটনায় নিহত ১ আহত ২

জাতীয়

স্বীকৃতি বিশ্বাস স্টাফ রিপোর্টারঃ

আজ(৭ অক্টোবর) শুক্রবার সকাল সাড়ে আটটায়
যশোর-নড়াইল সড়কের হামকুরা ব্রিজের কাছে প্রাইভেটকারের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত ও অপর দুইজন আহত হয়েছেন।

নিহত মোটরসাইকেল আরোহী হাবিব (১৫) সাংবাদিক নাসিম রেজার ছেলে এবংআহত তামিম (১৪) টিপু সুলতান ও রাকিবুল (১৫) একরামুল হকের ছেলে।তারা সকলে যশোর সদরের বালিয়াডাঙ্গা এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে আটটার দিকে একটি মোটরসাইকেলে ৩ জন যশোর থেকে নড়াইলের দিকে যাচ্ছিলো। এ সময় বাউলিয়া হামকুড়া ব্রিজের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি লাল প্রাইভেট বেপরোয়া গতিতে তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।মোটরসাইকেলটি এ সময় পাশে থাকা এক বাইসাইকেল আরোহীকে ধাক্কা দিয়ে উল্টে পড়ে যায়। প্রাইভেটটি তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী হাবিব নিহত ও অপর দুইজন আহত হন। স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করে দেয়। আহত দুইজনের মধ্যে রাকিবুল ইসলামকে কর্তব্যরত চিকিৎসক খুলনা মেডিকেলে রেফার করেছেন। নিহতের লাশ পুলিশ সূরাতহাল রিপোর্ট করে মর্গে প্রেরণ করেছে।

এ বিষয়ে তুলারামপুর হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর হামিদ উদ্দিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *