সিলেট জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দের সাথে নিসচা’র মতবিনিময়

সিলেট

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট মহানগর শাখার উদ্যোগে মাসব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে সিলেট জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়ন ৭০৭ এর অন্তর্ভুক্ত আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দের সাথে এক মত বিনিময় অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ অক্টোবর) শুক্রবার রাতে সংগঠনের টুকেরবাজার আঞ্চলিক কার্যালয়ে  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়ন ৭০৭ এর কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ জাকারিয়া আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নিরাপদ সড়ক চাই (নিসচা) কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও আজীবন সদস্য জহিরুল ইসলাম মিশু।

নিসচা সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাভেলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট মহানগর শাখার সভাপতি এম ইকবাল হোসেন। মতবিনিময় সভায় নেতৃবৃন্দরা নিরাপদ সড়ক প্রতিষ্ঠার জন্য একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। এসময় নেতৃবৃন্দরা সিলেট মহানগরীর যানজট, পার্কিং সমস্যা, রাস্তাঘাট পুনঃসংস্কার সহ বিভিন্ন সমস্যা উল্লেখ করে এবং তা দ্রæত সমাধানের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। এ সময় নিসচা’র পক্ষ থেকে চালকদের  প্রশিক্ষণের  ব্যবস্থা গ্রহন করা হবে বলে আশ্বস্ত করা হয়।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিলেট জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়ন ৭০৭ এর সহ-সভাপতি শিবলী আহমদ, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক ইউসুফ আলী, অর্থ সম্পাদক ছালেক আহমদ, নিরাপদ সড়ক চাই নিশ্চয় সিলেট মহানগর শাখার সহ সাধারণ সম্পাদক আতিকুর রহমান খান মুন্না, সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান তপাদার মুক্তার, দপ্তর সম্পাদক কাইয়ুম চৌধুরী, আইন সম্পাদক হোসেন আহমদ, সদস্য মোঃ আবু জাবের প্রমূখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *