বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলার নতুন সমন্বয়ক হলেন বাসদ (মার্কসবাদী) সিলেট জেলার আহবায়ক কমরেড উজ্জ্বল রায়। বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলার পরিচালনা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর আম্বরখানাস্থ বাসদ কার্যালয়ে অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলার সমন্বয়ক এবং বাসদ জেলা সমন্বয়ক কমরেড আবু জাফর।
সভায় আলোচনা করেন বাসদ (মার্কসবাদী) সিলেট জেলার আহবায়ক কমরেড উজ্জ্বল রায়, সিপিবি জেলা সাধারণ সম্পাদক খায়রুল হাছান, বাসদ জেলা সদস্য প্রণব জ্যোতি পাল প্রমূখ।
সভায় বক্তারা বলেন, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র অস্বাভাবিক মূল্য বৃদ্ধি পেয়েছে এতে সাধারণ মানুষ জীবন বাঁচাতে হিমশিম খাচ্ছে।
নেতৃবৃন্দ বলেন, সরকার নতুন করে বিদ্যুৎ এর দাম বাড়ানোর ষড়যন্ত্র করছে যা মানুষের জীবন যাত্রাকে আরও দুর্বিষহ করে তুলবে।
নেতৃবৃন্দ অবিলম্বে জ্বালানি তেলের দাম কমানোর দাবি জানান।
সভায় আগামী তিন মাসের জন্য বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলার সমন্বয়ক হিসেবে বাসদ (মার্কসবাদী) সিলেট জেলার আহবায়ক কমরেড উজ্জ্বল রায় কে মেনোনীত করা হয়।
শেয়ার করুন