বিশ্বনাথে দৌলতপুর উন্নয়ন সংস্থার ঢেউটিন পেল ১২৮ পরিবার

সিলেট

ফারুক আহমদ
স্টাফ রিপোর্টার

সিলেটের বিশ্বনাথে বন্যায় ক্ষতিগ্রস্ত ১২৮টি পরিবারের সদস্যদের মধ্যে ‘দৌলতপুর উন্নয়ন সংস্থা’র উদ্যোগে ৬২ বান ঢেউটিন বিতরণ করা হয়েছে।

শনিবার (১৫ অক্টোবর) সকালে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে প্রধান অতিথি হিসেবে ঢেউটিন বিতরণ করেন করেন সংস্থার প্রধান উপদেস্টা এবং দৌলতপুর আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের গভর্নিংবডির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ। প্রধান আলোচকের বক্তব্য রাখেন দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক এম সামছু মিয়া।

সংস্থার সভাপতি জার্মান প্রবাসী আলহাজ্ব নূর ইসলাম নুরুজের সভাপতিত্বে ও সংস্থার যুগ্ম সম্পাদক রাসেল আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংস্থার উপদেষ্টা হাজী তাহির আলী। বক্তব্য রাখেন সহ সভাপতি আজম আলী, হাজী আরিফ উল্লাহ সিতাব, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, অর্থ সম্পাদক জামাল উদ্দিন, সদস্য হাফিজুর রহমান খিজির, নজরুল ইসলাম আজাদ, আবু তাহের সাগর।
অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন সংস্থার প্রচার সম্পাদক হাফিজ জাহিদুল ইসলাম জুয়েল।

এসময় উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্টা কুটি মিয়া, সদস্য শুকুর আলী, শাহ জাহান মিয়া, এম. খলকু মিয়া, ছালিক মিয়া, লয়লুছ মিয়া, ফারুক মিয়া প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *