মালয়েশিয়ায় চিরুনি অভিযান, বাংলাদেশিসহ ৫০১ অভিবাসী আটক

জাতীয়

মালয়েশিয়ায় অভিবাসন আইন অমান্য করার অভিযোগে ১৫ বাংলাদেশিসহ ৫০১ অভিবাসীকে আটক করা হয়েছে।

শুক্রবার (১৪ অক্টোবর) রাতে মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যে অভিযান চালিয়ে তাদেরকে আটক করেছে মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ।

শনিবার (১৫ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মালয়েশিয়ার জাতীয় দৈনিক সিনার হারিয়ান।

আটকদের মধ্যে ৩১৮ জন ভারতীয়, ৭৯ জন শ্রীলঙ্কার, ৬২ জন ইন্দোনেশিয়ার, নেপালের ১৬ জন, বাংলাদেশের ১৫ জন ও মিয়ানমারের ১১ জন নাগরিক রয়েছেন।

প্রতিবেদনে বলা হয়, আটকদের অধিকাংশের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে। কারও কারও কাছে বৈধ কোনো নথি নেই। তারা অবৈধভাবে বসবাস করছিল। তাদের অধিকাংশ নির্মাণ প্রতিষ্ঠানে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছিলেন।

সেলাঙ্গর রাজ্যের অভিবাসন বিভাগের উপপরিচালক তরমিজি তালিব আলির বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, অভিযানে সেলাঙ্গর রিইনফোর্সমেন্টের ৭৮ জন কর্মকর্তা ও জাতীয় নিবন্ধন বিভাগের (জেপিএন) চারজন কর্মকর্তা অংশ নেন। অভিযানে ১১৩ জন স্থানীয় নাগরিকসহ মোট ৬১৪ জনের কাগজপত্র পরীক্ষা করা হয়। তাদের মধ্যে ‘অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এবং ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩’ অনুযায়ী বৈধ কাগজপত্র না থাকায় ৫০১ বিদেশিকে আটক করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *