সুনামগঞ্জের দোয়ারাবাজারে মোটিরসাইকেল থেকে ছিটকে পড়ে পঞ্চাশোর্ধ রহিমা বেগমের মৃত্যু হয়েছে।
সোমবার(১৭ অক্টৈাবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দোয়ারাবাজার-বাংলাবাজার ব্রিটিশ সড়কের বিচঙ্গেরগাঁও মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রহিমা বেগম উপজেলার বাংলাবাজার ইউনিয়নের ঝুঁমগাঁও খাসিয়াবাড়ি গ্রামের উসমান আলীর স্ত্রী।
পুলিশ সূত্রে জানা যায়, অসুস্থ রহিমা বেগম চিকিৎসা শেষে সোমবার রাতে দোয়ারাবাজার থেকে তার ছেলের মোটরসাইকেলে চড়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে বিচঙ্গেরগাঁও মসজিদের সামনে আসামাত্র রাস্তার উপর আইল্যান্ডের সাথে ঝাঁকুনি খেয়ে রহিমা বেগম সিটকে পড়ে গুরুতর আহত হন। দ্রুত ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবদুলাল ধর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
শেয়ার করুন