সিলেট এয়ারপোর্ট বাইপাস মহাসড়কের ধুপাগুলে চলন্ত অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক (যশোর ট ১১-০৪৪৪) খাদে পড়ে যায়। এ ঘটনায় ট্রাকের চালক ও হেলপার আহত হওয়ার খবর পাওয়া গেছে।
আজ রোববার (২৩ অক্টোবর) ভোর বেলায় এঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, সিলেট শহর থেকে ট্রাকটি ধুপাগুলের উদ্দেশ্যে যাচ্ছিল। ট্রাকের বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। পরে আহত চালক ও হেলপারকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান স্থানীয়রা।
এ সড়কে দুর্ঘটনা এখন প্রায়ই ঘটে থাকে। শুধুমাত্র চালকদের বেপরোয়া গতিতে গাড়ি চালানোর জন্য দিন দিন দুর্ঘটনা বেড়ে চলছে। ঘটছে প্রাণহানির মতোও ঘটনা।
শেয়ার করুন