হবিগঞ্জ শাহজালাল ট্রাস্ট-এর স্বাস্থ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

হবিগঞ্জ

হবিগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মাহফুজা আক্তার শিমুল বলেন, শরীর ভাল না থাকলে মন ভাল থাকে না এবং মন ভাল না থাকলে প্রকৃত সুখ-শান্তি পাওয়া যায় না। শারীরিক সুস্ততার নামই স্বাস্থ্য। স্বাস্থ্য এক অমূল্য সম্পদ। তিনি আরো বলেন,শারীরিক সুস্ততার নামই স্বাস্থ্য। ভগ্ন বা রুগ্ন শরীর যাহার, তাহার পক্ষে সুখ ও সন্তোষ লাভ করা অসম্ভব। তিনি আজ ২৩ অক্টোবর ২০২২, হবিগঞ্জ শাহজালাল (র.) আইডিয়াল ওয়েলফেয়ার এডুকেশন ট্রাস্ট কর্তৃক আয়োজিত ” স্বাস্থ্যই সকল সুখের মূল” শীষর্ক সেমিনারে ২৩ অক্টোবর ২০২২, রবিবার দুপুর ২ টায়৷ প্রাইমারি টিচার্স ট্রেনিং ইন্সটিটিউট (পিটিআই) মিলনায়তনে প্রাইমারি শিক্ষকদের নিয়ে সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় উপরোক্ত কথাগুলো বলেন। হবিগঞ্জ শাহজালাল (র.) আইডিয়াল ওয়েলফেয়ার এডুকেশন ট্রাস্ট-এর চেয়ারম্যান মো. আব্দুল মুহিত রাসেল সভাপতিত্বে এবং সহ-সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল বাছিত পরিচালনায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন, প্রাইমারি টির্চাস ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) হবিগঞ্জের সুপারিন্টেন্ডেন্ট মো. শাহজাহান কবীর,তিনি তাঁর বক্তব্যে বলেন,মানুষ সুখ- শান্তি ও আনন্দের প্রত্যাশা করে। কিন্তু স্বাস্থ্যহীন ব্যক্তি বিরাট অট্রালিকা বাস করিয়াও কোমল শয্যায় শয়ন করিয়াও শান্তি লাভ করিতে পারেনা। স্বাস্থ্যবান দরিদ্র ব্যক্তি স্বাস্থ্যহীন ধনবান ব্যক্তি অপেক্ষা অধিকতর সুখী। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হবিগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার বানিয়াচং সার্কেল পলাশ রঞ্জন দে, হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম মর্তুজা,প্রাথমিক শিক্ষক সমিতি হবিগঞ্জ জেলা সাবেক সিনিয়র সহ-সভাপতি কাজী মাসুদুর রহমান, অগ্রণী ব্যাংক হবিগঞ্জ জেলা সিনিয়র অফিসার শাহ জয়নাল আবেদিন রাসেল,হাফিয মো. আনোয়ার হোসেন,ইসলামি সংগীত পরিবেশন করেন,সবুজকুড়ি শিল্পীগোষ্ঠীর অন্যতম শিল্পী মো. জাবের আহমদ। এছাড়াও সেমিনারে উপস্থিত ছিলেন, সরকারি-বেসরকারি কর্মকর্তা কর্মচারী এবং হবিগঞ্জ শাহজালাল (র.) আইডিয়াল ওয়েলফেয়ার এডুকেশন ট্রাস্ট-এর গভনিং বডির দায়িত্বশীলবৃন্দ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *