ফারুক আহমদ
স্টাফ রিপোর্টার
আগামী ২রা নভেম্বর অনুষ্ঠিতব্য সিলেটের বিশ্বনাথ পৌরসভার প্রথম নির্বাচনে মেয়র পদপ্রার্থী জালাল উদ্দিনের ‘হ্যাঙ্গার’ প্রতিকের সমর্থনে আনরপুর-বিশঘর গ্রামে উঠান বৈঠক অনুষ্টিত হয়েছে।
শনিবার (২২ অক্টোবর) রাতে গ্রামের নুরুল ইসলামের নূরুল ইসলামের বাড়ীতে ওই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠকে বক্তব্য রাখেন বিশ্বনাথ পৌরসভার মেয়র পদপ্রার্থী জালাল উদ্দিন।
প্রবীণ মুরব্বী হাজী সিরাজ মিয়ার সভাপতিত্বে ও সংগঠক আইন উদ্দিনের পরিচালনায় উঠান বৈঠকে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠক জয়নাল আবেদীন, ফরিদ মিয়া, খালিছ মিয়া, আব্দুল কাদির, আমির হোসেন প্রমুখ।
সভায় বক্তারা বলেছেন, সৎ, যোগ্য একজন মেয়র প্রার্থী হলেন জালাল উদ্দিন। জালাল উদ্দিনের মেয়র হওয়ার যোগ্যতা রয়েছে। যোগ্য মানুষ হিসেবে জালাল উদ্দিনের ‘হ্যাঙ্গার’ প্রতিকে ভোট দিয়ে তাকে নির্বাচিত করতে হবে। এসময় উপস্থিত ‘হ্যাঙ্গার’ প্রতিকের সমর্থকেরা হাত উঠিয়ে ভোট দেওয়ার প্রতিশ্রুতি দেন।