অনির্দিষ্টকালের জন্য পর্যটকদের রাঙ্গামাটির পর্যটন কেন্দ্র সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করেছে রাঙামাটি জেলা প্রশাসন। বৃহস্পতিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় রাঙ্গামাটির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ আদেশ জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ও তার পাশের এলাকার আইনশৃঙ্খলার সার্বিক পরিস্থিতি এবং এ সব এলাকায় পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে আগামী ৪ অক্টোবর থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত পর্যটকদের ভ্রমণ নিরুৎসাহিত করা হলো।’
এ বিষয়ে রাঙ্গামাটির জেলা প্রশসাক মোহাম্মদ মোশারফ হোসেন খান জানান, খাগড়াছড়ি হয়ে সাজেক ভ্রমণে যেতে হয়। আর এই মুহুর্তে খাগড়াছড়ির সার্বিক পরিস্থিতির কথা বিবেচনা করে পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করা হচ্ছে।
উল্লেখ্য, এর আগে পার্বত্য জেলায় সংঘর্ষ ও বিশৃঙ্খলার কারণে ২৫ সেপ্টেম্বর থেকে তিন দফায় ভ্রমণে নিরুৎসাহিত করার সময় বাড়ানো হয় ৩ অক্টোবর পর্যন্ত।
শেয়ার করুন