রাজধানীর হাজারীবাগে ফেসিয়াল করানোর কথা বলে বাসায় ডেকে নিয়ে অন্তঃসত্ত্বা এক বিউটিশিয়ান কর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকালে তেজগাঁও ডিসি অফিস জানায়- রিয়াদ, ইয়াসিন ও জিতু এই তিন আসামির মধ্যে দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
ভুক্তভোগী জানায়, ফেসিয়ালের কথা বলে হাজারীবাগের বাসিন্দা তাকে বাসায় ডেকে নেয়। পরে পিস্তল ঠেকিয়ে ৫ মাসের অন্তঃসত্ত্বা ওই নারীকে কয়েকজন মিলে ধর্ষণ করে। এরপর ঘটনা কাউকে না বলার হুমকি দিয়ে বাসা থেকে বের করে দেয়া হয়। বুধবার সকালে পরিবারের সদস্যরা ভুক্তভোগীকে ঢাকা মেডিকেলের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করে। পরে ধানমন্ডি থানায় অভিযোগ দেয়া হয়।
পুলিশ জানায়, মেয়েটি হাজারীবাগে স্বামীর সাথে বসবাস করতেন। অনলাইনে কাজের অর্ডার পেলে মানুষের বাসায় গিয়ে পার্লারের বিভিন্ন সেবা দিতেন।
শেয়ার করুন