এম,এইচ,শাহজাহান আকন্দ ছাতক, দোয়ারাবাজার (সুনামগঞ্জ):প্রতিনিধি।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টানা অষ্টম বারের মতো বাংলদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সুনামগঞ্জ-৫(ছাতক-দোয়ারবাজার) আসনের বর্তমান সাংসদ মুহিবুর রহমান মানিক। ১৯৯৬, ২০০৮, ২০১৪,২০১৮ সালের নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হন তিনি।
উল্লেখ্য, ১৯৯১ সাল থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে টানা মনোনয়ন পাচ্ছেন।
১৯৯৬ সালের ১২ জুনের নির্বাচনে প্রথম বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন মুহিবুর রহমান মানিক । ২০০১ সালের জাতীয় নির্বাচনে দলীয় কোন্দলের কারণে নিজ দলের প্রতিপক্ষের পরোক্ষ সহযোগিতায় বিএনপির মনোনীত প্রার্থী বিজয় ছিনিয়ে নেয় বলে তৃণমূল আওয়ামী লীগের অভিযোগ।
এর আগে আশির দশকে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বিপুল ভোটে নির্বাচিত হয়ে রাজনীতিতে চমক দেখান মুহিবুর রহমান মানিক। যদিও তখন তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সবাই জামানত হারিয়েছিলেন।
এরপর তিনি সংসদ নির্বাচন করে জাতীয় পার্টির কাছ থেকে আসনটি আওয়ামী লীগকে উপহার দেন।
সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেন, ‘মানুষের ভালোবাসাই আমার শক্তি। আমার বিরুদ্ধে নানা সময় ষড়যন্ত্র করেও তারা সফল হয়নি, বারবার জনতার কাছে পরাজিত হয়েছে।’
আমি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে তাঁর নেতৃত্বাধীন সংসদের একজন সদস্য হিসেবে এলাকায় কাঙ্ক্ষিত উন্নয়ন করে তাঁর জনপ্রিয়তা ও নেতৃত্বকে তৃণমূলে তুলে ধরেছি।
তিনি আরো বলেন, ‘ তৃণমূল আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীদের অকুণ্ঠ সমর্থনের ফসল হিসেবে বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি দেশনেত্রী শেখা হাসিনা অষ্টম বারের মতো আমাকে নৌকার মনোনয়ন দিয়ে ভরসা করেছেন। আমি আশাবাদী এবারও সর্বস্থরের জনগন বিপুল ভোটে আমাকে নির্বাচিত করে তাদের সেবা করার সুযোগ দিবেন।
শেয়ার করুন