সিলেটে আওয়ামী লীগের শান্তি সমাবেশে যোগ দিতে সিলেটে এসে পৌঁছেছেন দলটির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক।
শনিবার (৪ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় সিলেট ওসমানী বিমানবন্দরে এসে পৌঁছান তিনি।এরপর কিছু সময় বিশ্রাম নিয়ে বিকেল ৩টার দিকে শান্তি সমাবেশে যোগ দিবেন নানক।
এসময় বিমানবন্দরে তাকে স্বাগত জানান, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ,জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী,সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান এড.নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন,সিলেট ৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, আওয়ামী লীগ নেতা আনোয়ারুজ্জামান চৌধুরীসহ জেলা ও মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, দেশব্যাপী বিএনপির নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে আজ শনিবার বিকেল ৩টায় সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্টিত হবে শান্তি সমাবেশ।আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে এ সমাবেশের আয়োজন করেছে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ।
নানক ছাড়াও শান্তি সমাবেশে যোগ দিবেন অপর প্রেসিডিয়াম সদস্য সৈয়দা জেবুন্নেছা হক।এছাড়াও কেন্দ্রীয় অন্যান্য নেতৃবৃন্দও সমাবেশে যোগ দেয়ার কথা রয়েছে।
শেয়ার করুন