আওয়ামী লীগ নেতার অপ্রাপ্ত বয়স্ক ছেলেকে উদ্ধার করে নিরাপদে পরিবারের কাছে ফেরত দিল ছাত্রশিবির

সিলেট

মৌলভীবাজার জেলার বড়লেখার উপজেলার সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সুয়েব আহমদের ছোট ছেলে মাহেক কে দুবৃত্তকারীদের কাছ থেকে উদ্ধার করে সাংবাদিকদের সহযোগিতায় পরিবারের কাছে নিরাপদে পৌঁছে দিয়েছেন সিলেট মহানগর ছাত্রশিবিরের নেতৃবৃন্দ।

গতকাল সিলেট বিমানবন্দরে সাবেক বনমন্ত্রী সাহাব উদ্দিন আহমদ এর বাগনা ও বড়লেখা উপজেলা যুবলীগ নেতা জুয়েল এবং তার সহযোগী জালালকে আটক করে পুলিশ। যুবলীগ নেতা জুয়েল, সাবেক উপজেলা চেয়ারম্যান সুয়েব এর ভাই।

আটক চাচা জুয়েলকে দেখতে থানায় যান ১৭ বছর বয়সী মাহেক। তখন বিমানবন্দর এলাকার একদল লোক থাকে চেয়ারম্যান সুয়েব এর ছেলে জানতে পেরে আটক করেন। তখন সাংবাদিক মাসুদ আহমেদ রনি ,জুলফিকার তাজুল ও সিনিয়র সাংবাদিক আব্দুল কাদের তফাদার মিলে সিলেট মহানগর শিবিরের সভাপতির সাথে যোগাযোগ করেন। তখন মহানগর শিবিরের সভাপতির প্রতিনিধিরা সাংবাদিকদের সহযোগিতায় মাহেককে স্থানীয় সেই লোকজনের কাছ থেকে উদ্ধার করে নিয়ে আসেন।

তখন বড়লেখার একদল লোক গুজব রটায় শিবির মাহেককে আটক করে রেখেছে কিন্তু বাস্তবতা হলো শিবির তাকে উদ্ধার করেছে। পরবর্তীতে মাহেককে তার চাচী (জুয়েলের স্ত্রী) ও অন্য এক আত্মীয়র কাছে হস্তান্তর করা হয়েছে।

অথচ সাবেক উপজেলা চেয়ারম্যান সুয়েব এর ভাই জুয়েলের নেতৃত্বে ২০০৯ সালের জুলাই মাসে বড়লেখা উপজেলায় শিবিরের সাবেক সভাপতি দেলওয়ার হোসেন এর হাতে তিনটি আঙুল কেটে নেয়া হয়েছিল!

একান্ত ধন্যবাদ জানাই সাংবাদিক আবদুল কাদের তাপাদার ভাই, সিলেট মহানগর ছাত্রশিবিরের সভাপতি শরীফ মাহমুদ, সাংবাদিক মাসুদ আহমেদ রনি, নগরীর ২২ নং ওয়াডের জামায়াতে ইসলামির সভাপতি আবু হাসান ও আতাউর রহমান।

শিবির এর এই কাজের ফলে বড়লেখার আওয়ামী লীগের লোকজনও প্রশংসায় পঞ্চমুখ। কারণ এই পরিবারের লোকজনের হাতে জামায়াত-শিবির অনেকেই হামলা মামলার শিকার হয়েছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *