আওয়ামী লীগের পুনর্বাসনের চেষ্টা করলে আবারও অভ্যুত্থান হবে বলে জানিয়েছেন হেফাজতে ইসলামের মাওলানা মামুনুল হক। আজ (শুক্রবার, ২১ মার্চ) দুপুরে বায়তুল মোকাররম মসজিদে জুমার নামাজ শেষে তিনি এ কথা বলেন।
মামুনুল হক বলেন, ‘বিচারের আগে আওয়ামী লীগের নাম নিশানা দেশের মানুষ বরদাশত করবে না। আওয়ামী লীগ ও শেখ হাসিনাসহ সকল খুনিদের বিচার দ্রুত কার্যকর করতে হবে। বিচারের আগে আওয়ামী লীগের রাজনীতির সুযোগ নেই।’
তিনি বলেন, ‘হাসিনা ও তার দোসরদের রুখে দেয়া হবে। আওয়ামী লীগকে রাজনীতি করতে হলে দেশের মানুষের রক্তের উপর দিয়ে যেতে হবে। আওয়ামী লীগের পুনর্বাসনের চেষ্টা করলে আবারও অভ্যুত্থান হবে।