———————————————-
বাংলাদেশ রেড-ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের পক্ষ থেকে ও গ্রামীণফোনের সহযোগীতায় কানাইঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জরুরী খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়াও বন্যায় ক্ষতিগ্রস্থদের হাতে খাদ্য সামগ্রীর পাশাপাশি বালতি, মাদুর ও তাবুর জন্য কাপড় তুলে দেওয়া হয়। আজ সোমবার সকাল ১১টায় উপজেলার সাতবাঁক ইউপি কমপ্লেক্স মাঠে প্রায় ৪ শতাধিক মানুষের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড-ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পরিষদের সদস্য আলহাজ্ব মস্তাক আহমদ পলাশ। খাদ্য সামগ্রী বিতরণের পূর্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় সাতবাঁক ইউপি চেয়ারম্যান আবু তৈয়ব শামীমের সভাপতিত্বে ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবুল হারিছের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লক্ষীপ্রসাদ পুর্ব ইউপির চেয়ারম্যান তমিজ উদ্দিন, সাতবাঁক ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান, এছাড়াও উপস্থিত ছিলেন মঈন উদ্দিন মেম্বার, সেলিম চৌধুরী, আওয়ামীলীগ নেতা আশিকুর রহমান বুলবুল, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক জুনেদ হাসান জীবান, ইউপি সদস্য মজির উদ্দিন, শায়িক আহমদ, ফারুক আহমদ, আলতাফ হোসেন, রমিজ উদ্দিন প্রমূখ। এসময় প্রধান অতিথি আলহাজ্ব মস্তাক আহমদ পলাশ বলেন সিলেটে আকস্মিক বন্যায় হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছেন। সরকারের পাশাপাশি বাংলাদেশ রেড-ক্রিসেন্ট সোসাইটি এই ক্ষতিগ্রস্থ মানুষের পাশে কাজ করে যাচ্ছে। তিনি আশাবাদ ব্যাক্ত করে বলেন সকলের সহযোগীতায় সিলেটের মানুষ আবারো ঘোরে দাড়াবে।
শেয়ার করুন