আজ সিলেট থেকে যাবে প্রথম হজ ফ্লাইট

সিলেট

সিলেট থেকে প্রথম হজ ফ্লাইটের উদ্বোধন হতে যাচ্ছে আজ বুধবার (১৪ মে)। এই ফ্লাইট সরাসরি মদিনায় অবতরণ করবে। বিকেল ৫টা ২৫ মিনিটে ৪১৮ জন হজযাত্রী নিয়ে বাংলাদেশ বিমানের বিজি-২৩৭ ফ্লাইটটি মদিনার উদ্দেশ্যে ছেড়ে যাবে বলে জানিয়েছেন সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ উদ্দিন আহমদ।

তিনি বলেন, আল্লাহর ঘরের মেহমানদের সেবার জন্য বিমানবন্দর সংশ্লিষ্টরা তৈরি রয়েছেন। সিলেট থেকে হজযাত্রীদের যাত্রা সহজ ও সুন্দর করতে উদ্যোগ নেওয়া হয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, এবার সিলেট থেকে সব মিলিয়ে ৫টি হজ ফ্লাইট সরাসরি ছেড়ে যাবে। শুধুমাত্র উদ্বোধনী ফ্লাইটটি যাবে মদিনায়। বাকি চারটি ফ্লাইট সিলেট থেকে সরাসরি যাবে জেদ্দায়। পবিত্র হজ পালনে বাংলাদেশের হজযাত্রীদের সমস্যা নিরসনে ধর্ম মন্ত্রণালয় ‘লাব্বাইক’ অ্যাপ ও প্রিপেইড কার্ড চালু এবং রোমিং সুবিধা দেওয়ার পদক্ষেপ নিয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বুধবার বিকেল সাড়ে ৩টায় বিমানবন্দরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে এই ফ্লাইটের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবদুন নাসের খানসহ বিশিষ্ট ব্যক্তিরা যোগ দেবেন। এছাড়াও অনুষ্ঠানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) সিলেট জোনের সভাপতি মো. আব্দুল হক ও সেক্রেটারি মো. আব্দুল কাদির জানান, হজ ফ্লাইটের জন্য এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

বিমানের সিলেট অফিস সূত্র জানায়, সিলেট অঞ্চলের হজযাত্রীদের দুর্ভোগের বিষয়টি মাথায় রেখে এবারও সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাঁচটি হজ ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৫টি ফ্লাইটে ৪১৮ জন করে মোট ২ হাজার ৯০ জন হজযাত্রী পরিবহণ করা হবে। প্রথম দিনের ফ্লাইট ছাড়া বাকি ফ্লাইটগুলো সিলেট-জেদ্দা রুটে পরিচালিত হবে। ‘রোড টু মক্কা’ কর্মসূচির আওতায় ঢাকাতেই দুই দেশের ইমিগ্রেশন সম্পন্ন হলেও ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে গমণকারী যাত্রীদের ইমিগ্রেশন সৌদি আরবেই অনুষ্ঠিত হবে।

বাকি চারটি হজ ফ্লাইটের শিডিউল হচ্ছে- ২৩ মে বিকাল ৫টা ২৫ মিনিটে বিজি-২৩৫, ২৫ মে বেলা ১টা ১৫ মিনিটে বিজি-৩৩১, ২৬ মে বিকাল ৪টা ৪৫ মিনিটে বিজি-২৩৫ এবং ২৯ মে বিকাল ৪টা ৪৫ মিনিটে বিজি-২৩৫ ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের জেদ্দার উদ্দেশে যাত্রা করবে।

এদিকে হাব এবং আটাব সিলেট জোনের নেতাদের সঙ্গে আলাপ করে জানা গেছে, সিলেট অঞ্চল থেকে এবার দুই হাজার ৭০০ জন হজযাত্রী রয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *