আবারও জাতীয় সংসদের প্যানেল স্পীকার মনোনীত হয়েছেন এমপি আব্দুল মজিদ খান

হবিগঞ্জ

এম ইয়াকুব হাসান অন্তর
হবিগন্জ প্রতিনিধিঃ

একাদশ জাতীয় সংসদের ১৯তম অধিবেশনে সভাপতি মন্ডলীর সদস্য (প্যানেল স্পীকার) মনোনিত হয়েছেন হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় সংসদের বেসরকারি সদস্যদের বিল ও বেসরকারি সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জননেতা জনাব আলহাজ্ব এডভোকেট মোঃ আব্দুল মজিদ খান।
রবিবার(২৮ আগস্ট) বিকালে ১৯তম অধিবেশনের শুরুতেই জাতীয় সংসদের স্পীকার ড.শিরিন শারমিন চৌধুরী,এমপি আব্দুল মজিদ খানসহ ৫ জন প্যানেল স্পীকারের নাম প্রকাশ করেন। এদের মধ্যে যাদের নাম প্রথম দিকে তিনি স্পিকার বা ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সংসদ কার্য পরিচালনা করবেন।এমপি মজিদ খানা ছাড়াও বাকী ৪ জন প্যানেল স্পীকার হলেন, চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য মেজর (অবঃ)রফিকুল ইসলাম বীর উত্তম, দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য আবুল হাসনাত মাহবুব আলী,চট্টগ্রাম-৫ আসনের সংসদ সদস্য আমিনুল ইসলাম মাহমুদ, নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আয়েশা ফেরদৌস।
এছাড়া এমপি আব্দুল মজিদ খান দশম জাতীয় সংসদের ২০তম অধিবেশনের প্যানেল স্পিকার নির্বাচিত হয়েছিলেন।
এডভোকেট আব্দুল মজিদ খান এমপি ২য় বারের মতো জাতীয় সংসদের প্যানেল স্পীকার মনোনিত হওয়ায় বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের জনগণের পক্ষ থেকে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও জাতীয় সংসদের স্পীকারের প্রতি অভিনন্দন জানিয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *