‘আমার সব স্মৃতি ভুলো না তোমরা’ গেয়েছিলেন পিয়াল

জাতীয়

‘অড সিগনেচার’ ব্যান্ডের ভোকাল আহাসান তানভীর পিয়াল সিলেট আসার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।

শনিবার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কে পাঁচদোনার চৈতাব এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোহাম্মদ ইলিয়াছ মিয়া।

পিয়ালের সঙ্গে এই দুর্ঘটনায় নিহত হয়েছেন তাদের গাড়িচালক আবদুস সালাম। আহত হয়েছেন ব্যান্ড দলটির আরও তিন সদস্য।

ব্যান্ডটির ফেসবুক পেজ থেকে বলা হয়েছে, ‘সিলেট যাওয়ার পথে নরসিংদী পাঁচদোনা ডিম হলিডে পার্কের সামনে অড সিগনেচারের গাড়ি মারাত্মক দুর্ঘটনার সম্মুখীন হয়। এতে ব্যান্ডের সকল সদস্য মারাত্মকভাবে আহত হয়। ড্রাইভার সাহেব সালাম আর ব্যান্ডের অন্যতম সদস্য আহাসান তানভীর পিয়াল এই দুর্ঘটনায় নিহত হন। বাকিদের অবস্থা আশঙ্কাজনক।’

অড সিগনেচার তরুণ প্রজন্মের কাছে খুব অল্প সময়ে জনপ্রিয়তা পাওয়া একটি ব্যান্ড। ২০১৭ সালে ব্যান্ড দলটির আত্মপ্রকাশ। শ্রোতাদের কাছে গল্পভিত্তিক গানের কারণে জনপ্রিয় দলটি। ব্যান্ডটির গানগুলোর মধ্যে ঘুম, আমার দেহখান, দুঃস্বপ্ন অন্যতম।

আহাসান তানভীর পিয়ালের কণ্ঠে ‘আমার দেহখান’ শিরোনামের একটি গান শ্রোতাপ্রিয়তা পেয়েছে। গানটির কথা ও সুর করেছেন মুনতাসির রাকিব।

গানটি হচ্ছে:

একা বসে তুমি,
দেখছো কি একই আকাশ
দিন শেষে তার তারাগুলো দিবে দেখা।

মেঘে ঢাকা তারার আলো,
দেখে থাকো তুমি, দেখো ভালো
হয়তো তার মাঝে খুঁজে পাবে আমায়।

সেই দিনে, এক গানে এক গল্পকারের গল্প খুঁজে পাবে
খুঁজে পাবেনা সে গল্পকার,
দিনগুলো, খুঁজে পাবে গানের প্রতিটা ছন্দে
শুনতে পাবে মৃত মানুষের চিৎকার।

আমার দেহখান,
নিও না শ্মশান, এমনিতেও পুড়ে গেছি।
আমার, সব স্মৃতি,
ভুলো না তোমরা, যা ফেলে গেছি।

দেহ পাশে কেহ কেঁদো না,
গল্পগুলো রেখো অজানা,
গানখানা থেকে খুঁজে নিও মোর সে গল্প।
যাতে লিখা হাজার কষ্ট,
নিজেকে ভেবে নিতাম এক শ্রেষ্ঠ,
যার প্রতিপদে জীবন বিচ্ছেদের স্বপ্ন

সেই দিনে, এক গানে এক গল্পকারের গল্প খুঁজে পাবে
খুঁজে পাবেনা সে গল্পকার,
দিনগুলো, খুঁজে পাবে গানের প্রতিটা ছন্দে
শুনতে পাবে মৃত মানুষের চিৎকার।

আমার দেহখান
নিও না শ্মশান এমনিতেও পুড়ে গেছি,
আমার সব স্মৃতি
ভুলো না তোমরা, যা ফেলে গেছি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *