আলহেরা ইসলামী যুব সংঘ ও পশ্চিম ভবানীপুর জামে মসজিদের উদ্যোগে বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল

মৌলভীবাজার

মো: রেজাউল ইসলাম শাফি,কুলাউড়া (মৌলভীবাজার)
প্রতিনিধিঃ

কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের সামাজিক সংগঠন আলহেরা ইসলামী যুব সংঘ ও পশ্চিম ভবানীপুর জামে মসজিদের উদ্যোগে দীর্ঘ ১০ বছর ৭ মাস সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করায় আলহেরা ইসলামী যুব সংঘের শুভাকাঙ্ক্ষী পশ্চিম ভবানীপুর জামে মসজিদের সাবেক ইমাম ও খতিব হাফিজ মাওলানা আব্দুর রাজ্জাক এর বিদায় উপলক্ষে সম্মাননা স্মারক ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

১৪ই জুন বুধবার বাদ আছর পশ্চিম ভবানীপুর জামে মসজিদে ভবানীপুর শাহী ঈদগাহ পরিচালনা কমিটির ও হযরত ইউসুফ শাহ রহঃ মাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো: সিরাজুল ইসলাম শায়েখ এর সভাপতিত্বে আলহেরা ইসলামী যুব সংঘের সভাপতি মো: রেজাউল ইসলাম শাফি এর পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রদান করেন ভবানীপুর ছি,পি দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুস সালাম, বিশেষ অতিথির বক্তব্যে প্রদান করেন ভবানীপুর ইসলামি আদর্শ সোসাইটির উপদেষ্টা হাফিজ মাওলানা সিতার আলী, পশ্চিম ভবানীপুর জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ আবু হানিফ, হাফিজ মাসুম আহমদ, হাবিব আহমেদ, আলহেরা ইসলামী যুব সংঘের সাংগঠনিক সম্পাদক মো: ছাদিক হোসাইন, অর্থ সম্পাদক জুনেদ আহমেদ,

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেনঃ- পশ্চিম ভবানীপুর জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মো: আলতা মিয়া, বারিক মিয়া, পাখি মিয়া, প্রবাসী ফয়ছল আহমেদ, প্রবাসী সাহেদ আহমদ, আলহেরা ইসলামী যুব সংঘ এর সহ সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ, সাহিত্য সম্পাদক সালেহ আহমদ, এছাড়া পঞ্জায়েতের অনেকেই উপস্থিত ছিলেন।

সবশেষে দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *