আ’লীগের একজন নিবেদিত প্রাণ উপজেলা চেয়ারম্যান নুনু মিয়া-প্রতিমন্ত্রী এনামুর রহমান

সিলেট

ফারুক আহমদ
স্টাফ রিপোর্টার

দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ডা. মোহাম্মদ এনামুর রহমার বলেছেন, একজন পরিশ্রমী ও কাজের মানুষ নুনু মিয়া। আওয়ামী লীগের একজন নিবেদীন প্রাণ। তিনি তাঁর উপজেলায় অনেক ভাল ভাল কাজ করে যাচ্ছেন। মানুষের পাশে থেকে ও জনগণের কাজ করে নুনু মিয়া উপজেলার মানুষের অন্তরে স্থান করে নিয়েছেন।
তিনি শুক্রবার (২ সেপ্টেম্বর) সিলেটের বিশ্বনাথ উপজেলার বিশ্বনাথ থেকে জগন্নাথপুর এলজিইডি রাস্তা হতে বাউসী কাশিমপুর উচ্চ বিদ্যালয় ভায়া আশ্রয়ন প্রকল্প পর্যন্ত রাস্তা ও সেতু নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপনকালে ভিডি কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে আওয়ামী লীগ ও জননেত্রী শেখ হাসিনা সরকারের ভাবমূর্তি উজ্জ্বল করছেন। এসএম নুনু মিয়া সহজ মানুষ, উদার মনের মানুষ, যেখানে যে সময় মানুষকে সহযোগিতা করা দরকার সেটা তিনি করেন।
মন্ত্রী বলেন, সম্প্রতি ভয়াবহ বন্যায় সিলেট জেলায় আমি গিয়েছিলাম এবং বিশেষ করে বিশ্বনাথ উপজেলায় বন্যাকালীন সময়ে হাজার হাজার প্যাকেট দুর্যোগে ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিতরণ করেছেন নুনু মিয়া। সেখানে নুনু মিয়া জনগণের প্রতি আন্তরিকতা দেখে আমি মুগ্ধ।

দশঘর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এসএম নুনু মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক নুসরাত জাহান, দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোহাম্মদ আসাদুজামান, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আব্দুল মতিন, দশঘর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি তজম্মুল আলী, সমাজসেবক নূর উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন রায়, সহকারি প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ আহমদ, দশঘর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইলাছ মিয়া, বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি মাছুম আহমদ, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি সেলিম আহমদ, দশঘর ইউনিয়ন পরিষদের সদস্য জাহিদুল ইসলাম, রামপাশা ইউনিয়ন পরিষদের সদস্য আবুল কাশেম, লামাকাজি ইউনিয়ন পরিষদের সদস্য জিসু আচার্য্য, বিশ্বনাথ উপজেলা যুবলীগ নেতা কামরুল ইসলাম, জামাল আহমদ, উপজেলা পরিষদের চেয়াম্যানের একান্ত সহকারি ও পৌর আওয়ামীলীগের সদস্য মো. দবির মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক আর জে সিজিল মিয়াসহ কাশিমপুর উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *