প্রাকৃতিক দুর্যোগ না হলে ধীরে ধীরে সবজির দাম আরও কমবে বলে আশাবাদী বিক্রেতারা।
শীতকালীন সবজির সরবরাহ স্বাভাবিক থাকায় চট্টগ্রামে স্থিতিশীল আছে সব ধরনের সবজির দাম। তবে আলুর দাম আগের মতই উপরের দিকে।
শুক্রবার নগরীর অন্যতম পাইকারি বাজার রেয়াজউদ্দিন বাজার, কাজীর দেউড়িসহ কয়েকটি বাজার ঘুরে এ চিত্র পাওয়া গেছে।
রেয়াজউদ্দিন বাজারে শুক্রবার সকালে প্রতিকেজি পুরাতন আলু বিক্রি হচ্ছিল ৬৫ টাকা কেজি দরে, আর নতুন আলু ৮৫-৯০ টাকা কেজি, ফুল কপি প্রতি কেজি ৪০-৫০ টাকা ও বাধা কপি ৩০-৪০টাকা দরে বিক্রি হচ্ছিল।
এছাড়া শিম প্রতিকেজি ৬০ থেকে ৮০ টাকা, টমেটো ১১০- ১২০ টাকা, বেগুন ৫০- ৬০ টাকা, লাউ ৩০-৩৫ টাকা কেজি, মিষ্টি কুমড়া ৪৫-৫০ টাকা এবং মুলা ৩০ টাকা দরে বিক্রি হচ্ছিল।
রেয়াজউদ্দিন বাজারের সবজি বিক্রেতা মো. আলাউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শীতের সবজি সরবরাহ ভালো থাকায় গত এক সপ্তাহ ধরে দাম একই রয়েছে। যেগুলো দুই সপ্তাহ আগেও কেজিতে ১০/১৫ টাকা বেশি ছিল।
কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে ধীরে ধীরে সবজির দাম আরও কমবে বলেও আশা তার।
রেয়াজউদ্দিন বাজারের ক্রেতা শহীদুল সুমন বলেন, ইদানিং সময়ে সবজির দাম কিছুটা স্থিতিশীল আছে। এ সপ্তাহেও গত সপ্তাহের দামে সবজি বিক্রি হচ্ছে তবে আলুর দাম কিছুটা বেশি।
এদিকে নগরীর বিভিন্ন স্থানে ভ্যান গাড়িতে করে ভ্রাম্যমাণ বিক্রেতাদের কাছেও সবজির দাম আগের মত রয়েছে। তাদের সাথে রেয়াজউদ্দিন বাজারের দামের পার্থক্য ৫-১০ টাকা বেশি। আবার ফুল কপি, বাঁধা কপি, আলুর দাম একই ধরনের।
তবে রেয়াজউদ্দিন বাজারের চেয়ে সব সবজির দাম ১০-২০ টাকা করে বেশি দামে বিক্রি হচ্ছে কাজীর দেউড়ি বাজারে।
এই বাজারে ফুল কপি ৬০ টাকা, বাঁধা কপি ৪০ টাকা, টমেটো ১৪০ টাকা, শিম ৯০ টাকা, লাউ ৫০ টাকা, বেগুন ৭০ টাকা দরে বিক্রি হচ্ছিল।
এদিকে রেয়াজউদ্দিন বাজারে গরুর মাংস বিক্রি হচ্ছে ৮০০ থেকে ৯৫০ টাকা কেজি দরে। আর বয়লার মুরগী ১৮০ থেকে ১৯০ টাকা আর সোনালী মুরগী ৩০০ টাকা কেজি দরে।
মোহাম্মদ জুবায়ের নামের এক ক্রেতা বলেন, সবজির দাম আগের মত থাকলেও মুরগীর মাংসের দাম কিছুটা বেড়েছে। আর গরুর মাংসের দামও আগের মত আছে।
মুরগী বিক্রেতারাও জানিয়েছেন, একই কথা। শুক্রবার মুরগীর দাম গত কয়েকদিনের তুলনায় কেজিতে ১০ টাকা করে বেশি।
গত দুই তিন ধরে ব্রয়লার মুরগীর দাম কিছুটা বাড়তির দিকে বলে জানান তারা।
বিক্রেতাদের ভাষ্য, মুরগীর দাম সবসময় ওঠানামা করে। বিয়েসহ বিভিন্ন অনুষ্ঠানাদি থাকলে দামেও হেরফের হয়।
এদিকে পেঁয়াজের দামও আগের সপ্তাহের তুলনায় কেজিতে ১০ থেকে ১৫ টাকা কম বলে জানিয়েছে ক্রেতা ও বিক্রেতারা।
শেয়ার করুন