আশির দশকের ছাত্র নেতৃবৃন্দের মিলনমেলা

সিলেট

মোঃ আব্দুল্লাহ,স্টাফ রিপোর্টার সিলেট:-

জৈন্তিয়া অঞ্চলের রাজপথ কাঁপানো আশির দশকের ছাত্র নেতৃবৃন্দের ৩২ বছর পর সৌজন্য সাক্ষাৎ ও মিলনমেলা (১৫ অক্টোবর) শনিবার সিলেট পূর্ব মিরাবাজার হোটেল সুপ্রিমে দুপুর ২.০০ঘটিকায় এক আনুষ্ঠানিক পরিবেশে অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, জৈন্তিয়া অঞ্চলের আশির দশকের ছাত্রনেতা জৈন্তাপুর প্রবাসী গ্রুপ’র গ্রুপ উপনেতা আমেরিকান প্রবাসী রোটারিয়ান আব্দুল গফফার চৌধুরী খসরু, জেছিস’র নির্বাহী পরিচালক এটিএম বদরুল ইসলাম,গোয়াইনঘাট ৫নং আলীরগাও ইউ/পি চেয়ারম্যান গোলাম কিবরিয়া হেলাল, শাহ্জাহান সিদ্দিকী বেলাল, আব্দুস শুক্কুর, মোহাম্মদ ইয়াজুল আমিন, রসময় ভট্টাচার্য, নাজমুল ইসলাম, সাইফুল ইসলাম, এডভোকেট আলতাফ হোসেন,লাল মোহন দেব, এডভোকেট জামাল উদ্দিন, গিয়াস উদ্দিন, আব্দুল কাদির, পান্না আক্তার, দৈনিক জৈন্তা বার্তা পত্রিকার সম্পাদক ফারুক আহমেদ প্রমুখ।

এসময়, আশি দশকের মরহুম ছাত্র নেতৃবৃন্দ এম তৈয়বুর রহমান, শোয়াইবুর রহমান,মমতাজ হোসেন,সিরাজুর রহমান সিরাজ, জসীম উদ্দিন বাবুল, শহীদ আহমদ, আসলাম উদ্দিন,আব্দুল মতিন, আমিনুর রশীদ দুলাল, আব্দুল কাদির, ফয়েজ আহমদ বাবর, ১৭ পরগনার সাবেক সভাপতি সিরাজ উদ্দিন আহমদ’র রুহের মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করেন দরবস্ত আল মনসুর মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা শিহাব উদ্দিন ।

পরবর্তীতে, আশির দশকের ছাত্র নেতৃবৃন্দদের মধ্যাহ্নভোজের আয়োজনে আনুষ্ঠানিক মিলনমেলার সমাপ্তি হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *