স্টাফ রিপোর্টার:
সিলেটের বিশ্বনাথে উপজেলার ‘আশুগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ’র গভর্নিং বডির সভাপতি নির্বাচিত হয়েছেন প্রবাসী দাদুভাই ছইল মিয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী ছইল মিয়া।
প্রতিষ্ঠানের সভাপতি পীর সিরাজুল ইসলাম মৃত্যুবরণ করায় শনিবার সকালে গভর্নিং বডির এক সভায় সর্বসম্মতিক্রমে ছইল মিয়াকে সভাপতির দায়িত্ব দেয়া হয়। আর রোববার (২০ জানুয়ারী) সকালে প্রতিষ্ঠানের মিলনায়তনে নতুন সভাপতিকে নিয়ে এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠানের নতুন সভাপতি প্রবাসী ছইল মিয়ার সভাপতিত্বে ও অধ্যক্ষ রেন্টু আলীর পরিচালনায় অনুষ্ঠিত পরিচিতি সভায় বক্তব্য রাখেন রামপাশা ইউনিয়ন পরিষদের স্থানীয় মেম্বার আয়াজ আলী, গভর্নিং বডির সদস্য পীর জিতু মিয়া, ফখরুল ইসলাম, শিক্ষানুরাগী আতিকুর রহমান আতিক, প্রতিষ্ঠানের শিক্ষক আবুল হোসেন খান, মাওলানা হোসাইন আহমদ চৌধুরী, কাওছার আহমদ।
সভার শুরুতে নতুন সভাপতিকে প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও শিক্ষক মন্ডলীর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং সবার মাঝে মিষ্টি বিতরণ করা হয়। এসময় সভায় উপস্থিত ছিলেন গভর্নিং বডির সদস্য আব্দুল মতিন, দিতীয়া বেগম, প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক মুকুন্দ লাল বিশ্বাস, সহকারী শিক্ষক আশরাফী মেরী, তাহিরা বেগম, নাজিয়া সুলতানা, অফিস সহকারী আশরাফুল ইসলাম, শিক্ষানুরাগী গণি শাহ, প্রবাসী দাদু ভাই ছইল মিয়া ফাউন্ডেশনের সাবেক সভাপতি কামাল উদ্দিন, বর্তমান সাধারণ সম্পাদক তাওহিদুর রহমান রুহিন প্রমুখ নেতৃবৃন্দ।
শেয়ার করুন