
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে কারাগারে দেখা করে বেরিয়ে তার বোন উজমা খান বলেন, ‘ইমরান খান পুরোপুরি সুস্থ।’ মঙ্গলবার রাওয়ালপিন্ডিতে আদিয়ালা কারাগারে ভাইয়ের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
উজমার ভাষ্য, কারাগার কর্তৃপক্ষ তাকে ভাইয়ের সঙ্গে দেখা করার অনুমতি দেয়। সেখানে সাক্ষাৎ চলেছে প্রায় আধঘণ্টা। তবে ইমরান খান তার বোনকে জানিয়েছেন, তাকে মানসিকভাবে হয়রানি করা হচ্ছে।
শেয়ার করুন


