বিনোদন ডেস্ক:
ঈদুল ফিতর উপলক্ষে আশরাফুল পাবেল এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে রিমেক গান ‘সিলেটি’।
প্রয়াত গীতিকবি এ.কে আনাম ও মাহতাম শাহ ফকিরের লেখা দুটি জনপ্রিয় গানের রিমেক তৈরী করেছেন জনপ্রিয় সংগীত পরিচালক ও শিল্পী আশরাফুল পাবেল।
গানটিতে কন্ঠ দিয়েছেন আশরাফুল পাবেল ও ‘সোনা পাখিরে’ খ্যাত শিল্পী নাদিম ওয়াহিদ।
এ বিষয়ে আশরাফুল পাবেল বলেন “লং ড্রাইভ/ রঙ্গীলা দামান ও দুবাই শপিংয়ে যাবো’র মতো ‘সিলেটি’ গানটিতেও দর্শক শ্রোতারা নতুন স্বাদ পাবেন।
আমরা ইতোপূর্বে সিলেটি ভাষাকে বিশ্ব দরবারে পৌছে দিতে বিভিন্ন উদ্যোগ নিয়েছিলাম। সিলেটি ভাষা ও সংস্কৃতি বিকাশের লক্ষ্য নিয়ে এবারের গানটি করা”।
গানটি মূলত সিলেটের ইতিহাস, ঐতিহ্য ও প্রকৃতি নিয়ে লেখা দুটি গানের মিশ্র উপস্থাপনা। এ ক্ষেত্রে গানের কপিরাইটসহ লিরিক সম্পর্কিত বিষয়ে এ.কে আনাম পরিবারের সম্মতি নিয়েই করা হয়েছে।
গানটির ভিডিও চিত্র ধারণ করা হয়েছে সিলেট ও লন্ডনে।
গানটির মাধ্যমে সিলেটের কথা, ইতিহাস, ঐতিহ্যবাহী স্থাপনা ও প্রাকৃতিক সৌন্দর্যের চিত্র ফুটে উঠেছে।
উল্লেখ্য, গানটির পরিচালক ও যুগ্ম কণ্ঠশিল্পী সিলেটের গোলাপ গঞ্জের সন্তান আশরাফুল পাবেল বর্তমানে কানাডায় বসবাস করেন। তিনি ইংল্যান্ড এর ওয়ে মাউথ কলেজ থেকে সংগীতের উপর ব্যাচেলর ডিগ্রি অর্জন করেন।
গানটির অন্য কণ্ঠশিল্পী নাদিম মাহমুদ লন্ডনে বসবাস করেন। বিদেশের মাটিতে বসবাস করলেও জন্মভূমির প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ থেকে উভয় শিল্পী সিলেট ও সিলেটি ভাষা নিয়ে ইতোপূর্বে বেশ কিছু গান উপহার দিয়েছেন।
শেয়ার করুন