চলতি বছর মোট ২.২ বিলিয়ন (২২০ কোটি) ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি চুরি হয়েছে। এর অর্ধেকেরও বেশি উত্তর কোরিয়ার হ্যাকাররা চুরি করেছেন বলে নতুন একটি গবেষণায় উল্লেখ করা হয়েছে।
গবেষণা প্রতিষ্ঠান চেইনঅ্যানালাইসিস বলছে, উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক আছে, এমন হ্যাকাররা ২০২৪ সালে ১.৩ বিলিয়ন বা ১৩০ কোটি ডলার মূল্যের ডিজিটাল মুদ্রা চুরি করেছেন, যা গত বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি।
প্রতিবেদনে বলা হয়েছে, কিছু চুরির ঘটনার সঙ্গে উত্তর কোরিয়ার হ্যাকাররা জড়িত বলে মনে হয়েছে। তারা রিমোট আইটি কর্মী হিসেবে নিজেদের পরিচয় দিয়ে ক্রিপ্টো ও অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানে ঢুকে পড়েছেন।
এই তথ্য এমন সময় জানানো হলো, যখন এ বছর বিটকয়েনের দাম বেড়েছে দ্বিগুণেরও বেশি। মার্কিন প্রেসিডেন্ট-নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পকে তার পূর্বসূরি জো বাইডেনের চেয়ে ক্রিপ্টোবান্ধব বলে মনে করায় এ মুদ্রার দামে এমন উত্থান।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে হ্যাকারদের দ্বারা চুরি হওয়া ক্রিপ্টোকারেন্সির মোট পরিমাণ গত বছরের তুলনায় ২১ শতাংশ বেড়েছে। তবে এ পরিমাণ ২০২১ ও ২০২২ সালের রেকর্ডকৃত পরিমাণের চেয়ে কম রয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, এ বছর বেশিরভাগ চুরির ক্রিপ্টোকারেন্সি চুরিই ঘটনাই ঘটেছে প্রাইভেট কি (private key) ভঙ্গের কারণে। প্রাইভেট কি দিয়ে ক্রিপ্টো প্ল্যাটফর্মে ব্যবহারকারীর অ্যাসেটে প্রবেশাধিকার নিয়ন্ত্রণ করা হয়।
এ বছরের সবচেয়ে বড় চুরির ঘটনাগুলোর মধ্যে রয়েছে জাপানি ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ ডিএমএম বিটকয়েন থেকে ৩০০ মিলিয়ন ডলারের বিটকয়েন এবং ভারতের ক্রিপ্টো এক্সচেঞ্জ ওয়াজিরএক্স থেকে প্রায় ২৩৫ মিলিয়ন ডলারের ক্রিপ্টোকারেন্সি চুরি।
মার্কিন সরকার বলেছে, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়াতে এবং অর্থ সংগ্রহের জন্য উত্তর কোরিয়ার সরকার ক্রিপ্টোকারেন্সি চুরি ও অন্যান্য সাইবার অপরাধের আশ্রয় নেই।
শেয়ার করুন