দৈনিক শুভ প্রতিদিনের সিনিয়র ফটোগ্রাফার এ এইচ আরিফের সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য পদ স্থগিত করেছেন ক্লাব কর্তৃপক্ষ। তার বিরুদ্ধে ক্লাবের স্বার্থবিরোধী কাজের অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বুধবার (২৩ এপ্রিল) বিকেলে জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের এক জরুরি সভায় গৃহীত সিদ্ধান্ত মোতাবেক আরিফের সদস্য পদ স্থগিত করা হয়েছে।
সভার সিদ্ধান্ত অনুযায়ী সদস্য পদ স্থগিতের পাশাপাশি এ এইচ আরিফ বরাবরে একটি কারণ দর্শানো নোটিশ প্রেরণ করা হয়।
জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন স্বাক্ষরিত এ নোটিশে আগামী শনিবার (২৬ এপ্রিল) বেলা ২টার মধ্যে ক্লাব কার্যালয়ে উপস্থিত হয়ে যুক্তিসংগত ব্যাখ্যা ও প্রমাণাদি দাখিলের জন্য বলা হয়েছে।
নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়।
শেয়ার করুন