স্বীকৃতি বিশ্বাস স্টাফ রিপোর্টারঃ
আজ( ১৭ সেপ্টেম্বর) শনিবার বিকাল একটায় শার্শা থানাধীন নিজামপুর ইউনিয়নের গোড়পাড়ায় যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পরিচালিত অভিযানে ১ হাজার পিচ ইয়াবা ট্যাবলেটসহ মাদক সম্রাজ্ঞী সুমি আক্তার (৪৫) কে গ্রেফতার করে।
আটককৃত সুমি শার্শা থানার নিজামপুর ইউনিয়নের গোড়পাড়া গ্রামের হযরত আলী শিকদারের স্ত্রী।
যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক হুমায়ুন কবির খন্দকার জানান- গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপ-পরিদর্শক জনাব শাহিন পারভেজ এর নেতৃত্বে একটি টীম বিকাল আনুমানিক একটায় শার্শা থানাধীন গোড়পাড়ায় আসামি সুমির বাড়িতে অভিযান পরিচালনা করে ১ হাজার পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন।
আটক নারী মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে শার্শা থানায় মাদকদ্রব্য চোরাচালান ও নিয়ন্ত্রণ আইনের আওতায় একটি মামলা দায়ের করা হয়েছে। উল্লেখ্য, গত ১২ সেপ্টম্বর তার স্বামীসহ ৩ জনকে ১৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চট্টগ্রাম- বেনাপোলগামী সৌদিয়া পরিবহন থেকে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
তিনি আরও জানান- আটক মাদক ব্যবসায়ী চক্রটি দীর্ঘদিন ধরে যশোরে পাইকারী ভাবে মাদক ব্যবসায়ের সাথে জড়িত।
শেয়ার করুন