এনটিভি ইউরোপে নিয়োগ পেলেন মোশাহিদ আহমদ

জাতীয় সুনামগঞ্জ

দিপংকর বনিক দিপু, দিরাই(সুনামগঞ্জ)প্রতিনিধিঃ

ইন্টারন্যাশনাল টেলিভিশন চ্যানেল ইউরোপ লি. (এনটিভি)’র দিরাই উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন দিরাই রিপোর্টার্স ইউনিটি’র সভাপতি মোশাহিদ আহমদ । গত ৩ এপ্রিল এনটিভি ইউরোপ হেডঅব নিউজ সামিউল ইসলাম চয়ন (চয়ন সামি) স্বাক্ষরিত পত্রে তাকে নিয়োগ দেয়া হয়।
মোশাহিদ আহমদ স্কুল জীবন থেকে তার লেখালেখি জীবন শুরু হয়। তৎকালীন জনপ্রিয় বাংলাবাজার পত্রিকা, যুগান্তরের রম্মম্যাগাজিন বিচ্ছু সহ স্থানীয় ভাবে প্রকাশি বিভিন্ন পত্রিকায় লেখালেখি করতেন। পরবর্তীতে তিনি জাতীয় দৈনিক মানবজমিন, ও দৈনিক শ্যামল সিলেট, দৈনিক সুনামগঞ্জ প্রতিদিন, দিরাই উপজেলা প্রতিনিধি হিসেব পেশাগত কাজ করছেন।পাশাপাশি জনপ্রিয় অনলাইন নিউজপোর্টাল কলম শক্তি ডটকম-এর সম্পাদক ও প্রকাশকের দায়িত্ব পালন করছেন ।
এনটিভি ইউরোপের উপজেলা প্রতিনিধি নিয়োগ পাওয়ায় এনটিভি ইউরোপের সিইও সাবরিনা হোসাইন ও হেডঅব নিউজ সামিউল ইসলাম চয়ন (চয়ন সামি)-এর প্রতি তিনি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন । সংবাদ সংক্রান্ত বিষয়ে প্রয়োজনে ০১৭৩৫৫৫০৫৬৬ মোবাইল নাম্বারে তার সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *