পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সদ্য সাবেক পরিচালক মোহাম্মদ মাহিদুর রহমানকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।
ওএসডি করার পর উপসচিব মাহিদুরকে সাময়িক বরখাস্ত করে বুধবার প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
সেখানে বলা হয়, মাহিদুর রহমানের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এজন্য তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।
কেন মাহিদুরকে বরখাস্ত করা হয়েছে সে বিষয়ে কিছু বলা হয়নি আদেশে।
শেয়ার করুন