ওল্ডহাম বিশ্বনাথ সোসাইটি ইউকের নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

সিলেট

ফারুক আহমদ
স্টাফ রিপোর্টার

‘ওল্ডহাম বিশ্বনাথ সোসাইটি ইউকে’র নব-গঠিত কমিটির পরিচিতি সম্প্রতি যুক্তরাজ্যের ওল্ডহামের ওবিএ মিলেনিয়াম সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
ওল্ডহামে বসবাসরত সিলেটের বিশ্বনাথ উপজেলার বিশিষ্ট ও প্রবীণ মুরব্বীসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গের উপস্থিতিতে শান্তিপূর্ণ ও সফলভাবে পরিচিতি সভা সম্পন্ন হয়েছে।

সংগঠনের সভাপতি শাহ তাজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ আবুল কালামের পরিচালনায় অনুষ্ঠিত পরিচিতি সভায় বক্তব্য রাখেন যুক্তরাজ্যের কাউন্সিলর আব্দুল জাব্বার এমবিই, কাউন্সিলর আব্দুল মালিক, ডেপুটি লেফটেন্যান্ট মজাহিদ খান ডিএল, ওল্ডহাম বিশ্বনাথ সোসাইটি ইউকের প্রধান উপদেস্টা হাজী মোক্তার আলী, উপদেস্টা মন্ডলীর সদস্য ফিরুজ আলী লালা, হাজী তৈয়ব আলী, হাজী উস্তার খান, ছইল মিয়া দাদু ভাই, হাজী তজম্মুল আলী, মদরিছ আলী, ছমরু মিয়া, মইনুল ইসলাম হিরা, শাহ মখলিছুর রহমান, হাসনাত আজিজ, নজির মিয়া, আফতাব মিয়া কাহার, শাহ চেরাগ উল্ল্যাহ, মাওলানা কুতুব উদ্দিন, আবাস আলী, আলকাছ মিয়া, আবুল কালাম আজাদ, সংগঠনের সহ সভাপতি শাহ বাবুল উল্ল্যাহ।

সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সংগঠনের ক্রীড়া সম্পাদক বদরুল আলম ও শুভেচ্ছা বক্তব্য রাখেন সহ সাধারণ সম্পাদক হামিদ আলী মানিক। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেস্টা মন্ডলীর সদস্য ইলিয়াস মিয়া, হাজী আফতাব আলী, হাজী কলমদর আলী, আজমত খান, আব্দুল হাকিম, মাওলানা এম এ বাসিত আশরাফ, শাহ তফুর আলী, কবির উদ্দিন, শাইস্তা মিয়া, জয়নুল ইসলাম, ছুরত আলী বাদশা, সহ সভাপতি হাবিবুর রহমান লায়েছ, শামীম কবির, সহ সাধারণ সম্পাদক কামাল খান, ট্রেজারার কামরুল ইসলাম, প্রচার সম্পাদক জুবায়ের আহমেদ, সহ ক্রীড়া সম্পাদক শাহজাহান, শাহ আফজাল হোসেন রুহেল, সদস্য আব্দুল কাইয়ুম, আব্দুল হক, আব্দুস সামাদ, শাহেদ খান, তেরাব আলী, শাহ মইনুল ইসলাম, নূরুল হক, মাসুম মিয়া (১), শাহ শাইকুল ইসলাম, খোকন মিয়া, হাবিবুর রহমান মাসুম, মাসুম মিয়া (২), কবির মিয়া, ছুরত আলী, আরশ আলী, ইমান আলী, ফয়সল আহমেদ, জুয়েল খান, সেবুল মিয়া, ফয়ছল খান প্রমুখ নেতৃবৃন্দ।

উল্লেখ্য, সংগঠনটি ২০১৪ সাল থেকে দেশে-বিদেশে বিভিন্নভাবে সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে এবং আগামী দিনের কার্যক্রমের জন্য সবার সহযোগিতা কামনা করা হয়েছে সভায়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *