ওসমানী এয়ারপোর্ট ব্যবহার করবে সেভেন সিস্টারসহ ভারতের বিভিন্ন রাজ্য: মাহবুব আলী

সিলেট

স্টাফ রিপোর্টার : বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এ্যাডভোকেট মাহবুব আলী বলেছেন, অল্প সময়ের মধ্যে ঢাকা থেকে চীনে ফ্লাইট পরিচালনা করবে বাংলাদেশ বিমান। ইতোমধ্যে এ সংক্রান্ত সকল অনুমোদনের কাজ শেষ হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সিলেটে বঙ্গবন্ধু আইসিটি পার্ক পরিদর্শন শেষ সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, চীনের পাশাপাশি দ্রুত ভারতের চেন্নাইয়ে পরিচালনা করারও পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ বিমান। এছাড়া ভারতের সেভেন সিস্টারসহ আশেপাশের অঞ্চলের ফ্লাইট সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করতে পারবে। এনিয়ে ভারতের হাইকমিশনারের সাথে কথাও হয়েছে।

প্রতিমন্ত্রী আরো বলেন, ভারত, চীন, নেপাল, ভুটানসহ পার্শ্ববর্তী দেশগুলোর সাথে যোগাযোগের শক্ত নেটওয়ার্ক স্থাপনের জন্য কাজ করছে সরকার। এ সময় যাত্রী সেবা নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, আকাশ পথে যাত্রীদের কাঙ্খিত সেবা নিশ্চিত করতে কাজ করছে বর্তমান সরকার। অবকাঠামোগত দুর্বলতার জন্য একটু অসুবিধা হচ্ছে তবে খুব শিঘ্রই যাত্রীরা তাতের কাঙ্খিত সেবা পাবেন বলে জানান মাহবুব আলী।

এদিকে বৃহস্পতিবার বিকেলে সিলেট পর্যটন মোটেল পরিদর্শন শেষে সাংবাদিক সাথে আলাপকালে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেছেন, করোনা ও বন্যায় সিলেটের পর্যটন শিল্পের যে ক্ষয়ক্ষতি হয়েছে, তা কাটিয়ে উঠতে কিছুটা সময় লাগবে। আর সিলেটের পর্যটন শিল্পের উন্নয়নে কাজ করতে আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিশেষ নজর রয়েছে। আমরা এ নিয়ে কাজ করছি।

মন্ত্রী আরো বলেন, সিলেটের বন্যায় রাস্তাঘাটের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। ফলে পর্যটন কেন্দ্রে যেতে মানুষের দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ শিল্পের উন্নয়নে একাধিক মন্ত্রণালয় জড়িত। তাদের সমন্বয় করে কাজ করতে হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *