স্টাফ রিপোর্টারঃ
সিলেট সরকারি আলীয়া মাদ্রাসা মাঠে জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে শুক্রবার (১৩ ডিসেম্বের) অনুষ্ঠিত হতে যাওয়া ‘কর্মী সম্মেলন’ সফলের লক্ষ্যে সিলেটের বিশ্বনাথে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে মোটর সাইকেল যোগে এক প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বের) বাদ আসর পৌর শহরে অবস্থিত মডেল মসজিদের সামন থেকে প্রচার মিছিলটি শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে নতুন বাজারস্থ ‘প্রবাসী চত্বর’র অনুষ্ঠিত পথসভাস্থলে এসে শেষ হয়।
প্রচার মিছিল শেষে জেলা জামায়াতে ইসলামীর মজলিসে শুরার সদস্য ও উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর মজলিসে শুরার সদস্য ও পৌর জামায়াতে ইসলামীর আমীর এইচ এম আখতার ফারুক, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাষ্টার ইমাদ উদ্দিন।
জেলা জামায়াতে ইসলামীর মজলিসে শুরার সদস্য ও উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মোহাম্মদ মতিউর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত পথসভা ও প্রচার মিছিলে উপস্থিত ছিলেন পৌরসভা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মোহাম্মদ জাহেদুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর এ্যসিস্ট্যান্ট সেক্রেটারী মাষ্টার বাবুল মিয়া, আব্দুল মুকসিত আখতার, মজলিসে শুরা ও কর্মপরিষদ সদস্য আব্দুল মালিক, আব্দুর রহিম, হাফিজ মোহাম্মদ আলী, গিয়াস উদ্দিন সাদী, হাবিবুর রহমান মেম্বার, শামীম আহমেদ, পৌরসভা জামায়াতে ইসলামীর মজলিসে শুরা ও কর্মপরিষদ সদস্য শাহিন আহমেদ রাজু, কাওসার আহমেদ নাহিন, মাওলানা হাবিবুর রহমান, আবু সাঈদ, লামাকাজী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মোহাম্মদ আব্দুল আলী, সেক্রেটারী জুয়েল আহমেদ, খাজাঞ্চী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারী আব্দুল ওয়াদুদ, অলংকারী ইউনিয়ন জামায়াাতে ইসলামীর আমীর কামাল আহমেদ, সেক্রেটারী জয়নাল আবেদীন, রামপাশা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারী মিয়া মোহাম্মদ শাহেদ, দৌলতপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারী আমিনুর রহমান রানু, বিশ্বনাথ ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারী সাঈদুল ইসলাম, দশঘর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা ফখরুল ইসলাম, সেক্রেটারী আবুল বশর, ছাত্র নেতা রিয়াজ উদ্দিন, মতিউর রহমান ইমন, আব্দুল তাহিদ, আব্দুল হক প্রমুখ নেতৃবৃন্দ।