কিশোরকন্ঠ মেধাবৃত্তি ২০২৪ সম্পন্ন

সিলেট

কিশোরকন্ঠ পাঠক ফোরাম সিলেট জেলা পূর্বের উদ্যোগে সিলেট জেলার সর্বাধিক জনপ্রিয় ও সর্ববৃহৎ মেধা বৃত্তি ‘কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৪’ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (০২ নভেম্বর) সিলেট জেলা পূর্বের ৬টি উপজেলার (কানাইঘাট,জকিগঞ্জ, বিয়ানীবাজার, গোলাপগঞ্জ , গোয়াইনঘাট, জৈন্তাপুর)সর্বমোট ১৪টি কেন্দ্রে উক্ত মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত মেধাবৃত্তি পরীক্ষায় সিলেট জেলা পূর্বের ৬টি উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার ৪র্থ শ্রেণী থেকে ১০ম শ্রেণী পর্যন্ত ৬হাজার ৬শত ৮৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

শনিবার সকাল থেকেই পরীক্ষা কেন্দ্রে আসতে থাকে শিক্ষার্থীরা। আগত শিক্ষকমণ্ডলী ও অভিভাবকবৃন্দ আমাদের এ বৃত্তি পরীক্ষার বিষয়ে সন্তোষ প্রকাশ করেন এবং কিশোরকন্ঠ পাঠক ফোরামের প্রসংশা করেন।

অভিভাবকরা জানান, শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতার বিকাশ করার জন্য এধরনের আরও আয়োজন বাস্তবায়ন হলে শিক্ষার্থীরা পড়ালেখায় মনোযোগী হবে।

মেধাবৃত্তি শুরু হওয়ার পর কেন্দ্র পরিদর্শন করেন কিশোরকন্ঠ ফাউন্ডেশনের সাবেক চেয়ারম্যান জনাব মোহাম্মাদ সেলিম উদ্দিন, জৈন্তিয়া বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ, জনাব শামসুদ্দিন, কানাইঘাট সরকারি কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ জনাব সিরাজুল হক, মোহাম্মদ চৌধুরী একাডেমির প্রধান শিক্ষক জনাব সুজিত কুমার তালুকদার, গাছবাড়ী মর্ডান একাডেমির প্রধান শিক্ষক জনাব শফিকুর রহমান, ঢাকা দক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক আব্দুল হাই।কিশোরকণ্ঠ পাঠক ফোরামের পৃষ্ঠপোষক জনাব নজরুল ইসলাম।

কিশোরকন্ঠ পাঠক ফোরাম সিলেট জেলা পূর্বের সাবেক চেয়ারম্যান জনাব ফরিদ আহমদ, জনাব আব্দুল হালিম ও নাজমুল হাসান।

৫৮৩ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৬ হাজার ৬শত ৮৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে

এছাড়াও পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন কিশোরকণ্ঠ পাঠক ফোরাম সিলেট জেলা পূর্বের চেয়ারম্যান মারুফ আহমদ ও ভাইস চেয়ারম্যান আবু আইয়ুব মঞ্জু ।

মেধাবৃত্তি পরীক্ষায় আরো উপস্থিত ছিলেন কিশোরকণ্ঠ পাঠক ফোরাম সিলেট জেলা পূর্বের পৃষ্ঠপোষক আদিলুর রহমান , হা.রেজাউল করীম,মহসিন আলমাস,জামিল আহমদ এবং আহবাব হোসাইন মুরাদ সহ প্রমুখ।

উল্লেখ্য উক্ত মেধা বৃত্তির ফলাফল আগামী
ডিসেম্বর মাসে প্রকাশিত হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *