মোঃ রেজাউল ইসলাম শাফি, কুলাউড়া(মৌলভীবাজার) প্রতিনিধিঃ
সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে চলমান দুই দিনব্যাপী আন্তর্জাতিক শানে রিসালাত মহাসম্মেলনের ২য় দিন আগামীকাল শনিবার কুলাউড়া উপজেলার সকল ইউনিয়ন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৫১ টি বাস গাড়ির বিশাল বহর নিয়ে যোগ দিচ্ছেন কুলাউড়া উপজেলা আলইসলাহ, তালামীযে ইসলামীয়া সহ ফুলতলী ছাহেব ক্বিবলাহ (রহঃ) মুরিদিন ও মুহিব্বিনগন।
শনিবার সকাল ১০ ঘটিকার সময় কুলাউড়া ফুটবল খেলার মাঠে জমায়েত হয়ে সিলেটের উদ্যেশ্যে এই গাড়ির বহর রওয়ানা হবে বলে কুলাউড়া উপজেলা আলইসলাহ এর সাধারণ সম্পাদক মাওলানা ফজলুল হক খান সাহেদ ও সহ সাধারণ সম্পাদক এম আতিকুর রহমান আখই নিশ্চিত করেছেন।
নেতৃবৃন্দ জানান, ১ম দিন আজ শুক্রবার ট্রেন, বাস ও ছোট ছোট গাড়ি নিয়ে বিচ্চিন্য ভাবে সিলেট শত শত নেতা কর্মী যোগদান করলেও আগামীকাল আমরা ঐক্যবদ্ধ ভাবে সমবেত হয়ে একসাথে সবাই যোগদান করবো ইনশাআল্লাহ।
শেয়ার করুন