কুলাউড়ায় এখনও বেপরোয়া আওয়ামীলীগ নেতা

মৌলভীবাজার

 

আওয়ামীলীগ নেতার আঘাতে গুরুতর আহত কুলাউড়া উপজেলার ভুকশিমইল ইউনিয়নের বাদে ভূকশিমইল গ্রামের মোঃ আলফু মিয়া।
গতকাল মঙ্গলবার দুপুরে ইউনিয়নের নবাবগঞ্জবাজারে কথা কাটাকাটির জেরে তাহার উপর আক্রমণ করেন এবং প্রাণনাশের হুমকিও দেন বাজার সংলগ্ন চকেরবাড়ীর সাধু মিয়া,লাকি মিয়া ও বুধাই মিয়া।
পরে আহত আলফু মিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে চিকিৎসা দেওয়া হয়। এ নিয়ে আলফু মিয়ার স্ত্রী কুলাউড়া থানায় সাধারণ ডায়েরি করেন।

উল্লেখ্য সাধু মিয়া ,লাকি মিয়া এলাকায় নানন অপকর্মের সাথে জড়িত। বিগত আওয়ামীলীগের আমলে ইউপিতে অনেক মামলা হামলা ঘঠে তাদের নেতৃত্বে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *