মোঃ রেজাউল ইসলাম শাফি, কুলাউড়া উপজেলা প্রতিনিধি:
কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের ভবানীপুর এলাকার বাসিন্দা মোঃ সোহাগ মিয়া’র (৭০) লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল ০৭/০৭/২৪ ইং সকাল ১০ টা থেকে তিনি নিখোঁজ ছিলেন। নিখোঁজের ২৪ ঘন্টা অতিবাহিত হওয়া’র পর আজ সকালে বাড়ির পাশে জমির পানিতে তার লাশ পাওয়া যায়।
রাউৎগাঁও ইউনিয়নের ওয়ার্ড সদস্য আব্দুল মুক্তাদির মনু ঘটনা’র সত্যতা নিশ্চিত করে জানান, গতকাল থেকে সোহাগ মিয়া নিখোঁজ ছিলেন পরবর্তীতে অনেক খোজাখুজি’র পর আজ বাড়ির পাশে তার মৃত দেহ পাওয়া গেছে। বিদ্যুৎতের খুটির টানা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মারা যান বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।
এদিকে সোহাগ মিয়ার মৃতদেহ উদ্ধার করার সময় উনার ভাতিজি জামাই সুলতান মিয়া(৫০)বিদ্যুৎস্পৃষ্ট হলে আশংকা জনক অবস্থায় কুলাউড়া হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
শেয়ার করুন