মৌলভীবাজারের কুলাউড়ায় অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছেন কুলাউড়া আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের কৌলাস্থ এমপির নিজ বাড়িতে উপজেলার ১৩ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে কম্বল হস্তান্তরের সময় উপস্থিত প্রায় অর্ধশত অসহায়দের মাঝে কম্বল বিতরণ করেন নাদেল।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, সাধারণ সম্পাদক আসম কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক গৌরা দে, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল মোক্তাদির তোফায়েল, ইউপি চেয়ারম্যান মহিবুল ইসলাম আজাদ ও আব্দুল মালিকসহ সকল ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
শেয়ার করুন