কেমুসাসের ১১৭৩তম সাহিত্য আসর অনুষ্ঠিত

জাতীয়

 

বিশিষ্ট শিক্ষানুরাগী ও ক্রীড়া সংগঠক মুফতি আব্দুল খাবির বলেছেন, মুসলিম সাহিত্য সংসদ প্রতিষ্ঠাকাল থেকে নতুন নতুন কবি সাহিত্যক সৃষ্টিতে অবদান রেখে আসছে।
গত (২৬ অক্টোবর )বৃহস্পতিবার বাদ মাগরিব নগরের কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে অনুষ্ঠিত ১১৭৩ তম নিয়মিত সাপ্তাহিক আসরের প্রধান অতিথি বক্তব্য তিনি এসব কথা বলেন।
কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের পাঠাগার সম্পাদক সৈয়দ মোহাম্মদ তাহের সভাপতিত্বে জীবন সদস্য কামাল আহমদের পরিচালনায় আসরে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে নবীন লেখকদের লেখাপাঠের উপর আলোচনা করেন কলামিস্ট বেলাল আহমদ চৌধুরী।
আসরে স্বরচিত লেখাপাঠ করেন সিরাজুল হক শামসীর হারুনুর রশীদ, ছয়ফুল আলম পারুল, শাহ সরোয়ার আলী,ইব্রাহীম ইউসুফ, মকসুদ আহমদ লাল,হেলাল উদ্দিন দাদন,নাঈমুল ইসলাম গুলজার,মোঃ দিদার আহমদ।গান পরিবেশন করেন কুবাদ বখত চৌধুরী রুবেল,বাহাউদ্দিন বাহার। আসরের শুরুতে কোরআন তিলাওয়াত করেন কামাল আহমদ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *