জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সিলেট মহানগরী আমীর ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহানগরে উপদেষ্টা মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, সম্প্রতি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে নারী বিষয়ক সংস্কার কমিশন যে প্রতিবেদন জমা দিয়েছে। এই ধরণের সুপারিশকৃত রিপোর্ট দেখে জাতি বিস্মিত ও উদ্বিগ্ন। বাংলাদেশের জনগণ এক বাক্যে তা প্রত্যাখ্যান করেছে। দেশে নৈতিকতার অবক্ষয়ে সামাজিক এবং পারিবারিক নানা সংকটের মধ্যে কমিশনের কিছু গর্হিত বিষয় নৈতিকতার জন্য হুমকী। ইসলাম ও নৈতিকতার সাথে সাংঘর্ষিক এই রিপোর্ট দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র। অন্তর্বর্তী সরকারকে এ ব্যাপারে কার্যকর উদ্যোগ নিতে হবে।
তিনি বলেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন আর্ত-মানবতার কল্যাণ সাধন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায়। দেশের শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চায়। কয়েকটি শ্রমিক পরিবারের বিশুদ্ধ পানির সুবিধা নিশ্চিত করতে শ্রমিক কল্যাণের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপন একটি মহৎ উদ্যোগ। এই ধরণের মানবিক কাজ অব্যাহত রাখতে হবে।
তিনি সোমবার বিকেলে শাহপরান থানা পূর্ব শ্রমিক কল্যাণের উদ্যোগে সিলেট সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের উত্তর মোকামেরগুল শফিক মিয়ার বাড়ীতে ডিপ টিউবওয়েল স্থাপন কার্যক্রমের উদ্বোধন ও কেন্দ্রঘোষিত শ্রমিক যোগাযোগ পক্ষ উপলক্ষে অনুষ্ঠিত দাওয়াতি সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। উদ্বোধন শেষে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
এদিকে শাহপরান থানা পূর্ব শ্রমিক কল্যাণের সভাপতি আব্দুল জলিলের সভাপতিত্বে ও সেক্রেটারী আকবর আলীর পরিচালনায় শ্রমিক যোগাযোগ পক্ষ উপলক্ষে অনুষ্ঠিত দাওয়াতি সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগর সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক। দারুসুল কুরআন পেশ করেন মাওলানা শাহ মাহমুদুল হক। কুরআন তেলাওয়াত করেন শ্রমিক নেতা বদরুল হক।
সভায় বক্তব্য রাখেন শাহপরান থানা রিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি শফিকুল ইসলাম, উপদেষ্টা মাওলানা আলিম উদ্দিন, শ্রমিক কল্যাণের থানা সহ-সভাপতি আব্দুল বাছিত বাছন, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম ও খাদিমপাড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের উপদেষ্টা আব্দুল্লাহ সাদিক প্রমূখ।
শেয়ার করুন