গোয়াইনঘাট উনাইর ব্রীজের কাজ পরিদর্শন করেন জয়নাল আবেদীন

সিলেট

 

*জনভোগান্তি লাঘবে দ্রুততম সময়ে কাজ শেষ করুন*

মো: বিলালুর রহমান সিলেট জৈন্তাপুর উপজেলা প্রতিনিধি :

আজ বৃহস্পতিবার গোয়াইনঘাট উপজেলার সদর ইউনিয়নের উনাইর ব্রীজ সহ অন্যান্য রাস্তা কাজ পরিদর্শন করেন সিলেট জেলা জামায়াতের সেক্রেটারি সিলেট ৪ আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ জয়নাল আবেদীন।

দীর্ঘ দিন থেকে বিভিন্ন জটিলতায় কাজ আটকে থাকা সিলেটের গোয়াইনঘাট উপজেলার নির্মানাধীন পিরিজপুর – সোনারহাট রাস্তা পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা সেক্রেটারী ও জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন। এ সময় তিনি নির্মানাধীন রাস্তা পরিদর্শন করে স্থানীয় জনগণের ভোগান্তির বর্ণনা শোনেন। পরে রাস্তার ঠিকাদারী প্রতিষ্ঠানের অফিসে সংশ্লিষ্ট কনট্রাক্টর, ইঞ্জিনিয়ার ও প্রতিনিধিদের সাথে মিটিং করেন। এসময় সংশ্লিষ্টরা যত দ্রুত সম্ভব রাস্তার কাজ শেষ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এসময় মো. জয়নাল আবেদীন বলেন আমলাতান্ত্রিক জটিলতায় দীর্ঘ দিন থেকে এই রাস্তার কাজ অসম্পূর্ণ অবস্থায় পড়ে থাকায় অত্র এলাকার মানুষ যাতায়াতের চরম ভোগান্তিতে পড়েছেন। আমরা এলাকাবাসীর দুর্ভোগের কথা শোনেছি এবং রাস্তার কাজের সাথে সংশ্লিষ্টদের সাথে কথা বলেছি। উনারা আমাদের সকলের সহযোগিতা চেয়েছেন এবং আশ্বস্থ করেছেন যত দ্রুত সম্ভব রাস্তার কাজটি শেষ করার। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা জামায়াতের আমীর মাস্টার আবুল হোসেন, জামায়াতনেতা ইমদাদ উল্লাহ, সেলিম উদ্দিন, আব্দুর রহমান প্রমূখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *