তানজিল হোসেন, গোয়াইনঘাটঃ
সিলেটের গোয়াইনঘাটে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে মুক্তিযোদ্ধা দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহঃস্পতিবার (১লা ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনিক ভবন আঙিনা থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি থানা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে এসে সমাপ্ত হয়। এরপর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিলুর রহমানের সভাপতিত্বে ও গোয়াইনঘাট উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক গোলাম সরোয়ারের পরিচালনায় এতে বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক।
এ সময় অন্যান্যদের মধ্যে আরোও বক্তব্য দেন মুক্তিযোদ্ধা আবুল কাশেম, আবদুল মালিক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুন নুর, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি কামাল হোসেন, সহ-সাংগঠনিক সম্পদক দিলকাস আহমদ ও তোফায়েল আহমদ প্রমুখ। এছাড়া বিভিন্ন ইউনিয়ন থেকে উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য দেন চান মিয়া, সুজন আহমদ ও ফজলুল করিম।
শেয়ার করুন