গোয়াইনঘাটে শ্রমিক দলের অবৈধ কমিটি বাতিলের দাবিতে প্রতিবাদ সভা

সিলেট

তানজিল হোসেন, গোয়াইনঘাট:

সিলেটের গোয়াইনঘাটে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল গোয়াইনঘাট উপজেলা শাখার সর্বস্তরের নেতাকর্মীদের উদ্যোগে অবৈধ কমিটি বাতিলের দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার গোয়াইনঘাট প্রেসক্লাব মিলনায়তনে উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি শরিফ আহমদের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক চান মিয়া, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক লোকমান আহমদের যৌথ সঞ্চালনায় এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল মতিন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে রাখেন উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মো. আব্দুল হক, বিএনপি নেতা লোকমান উদ্দিন, আলহাজ্ব ফখরুল ইসলাম, উপজেলা ওলামা দলের আহ্বায়ক কামাল উদ্দিন, গোয়াইনঘাট উপজেলা বালু-পাথর উত্তোলন ও বহনকারী শ্রমিক ট্রেড ইউনিয়নের সভাপতি মাহবুব হোসেন, জাফলং-বল্লাঘাট পাথর শ্রমিক ট্রেড ইউনিয়ন সভাপতি আয়ুব আলী ও সিলেট জেলা ট্রাক-পিকআপ ও কাভার্ড ভ্যান শ্রমিক ট্রেডের দপ্তর সম্পাদক বিলাল আহমদ।
সভায় বক্তারা বলেন, উপজেলা শ্রমিক দলের অবৈধ, অযোগ্য কমিটি বাতিল করে প্রকৃত শ্রমিকদের মাধ্যমে পরিক্ষিত ও ত্যাগী নেতাদের দিয়ে কমিটি গঠন করতে হবে। বক্তারা, ড্রয়িং রুমের এই পকেট কমিটি অবিলম্বে বাতিলের দাবি জানান।

এ সময় উপজেলার বিভিন্ন ইউপির তৃণমূল পর্যায়ের শ্রমিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *