গোয়াইনঘাটে হাওর এলাকার বন্যার্ত ৫’শ পরিবার পেল সরকারের সমন্বিত জরুরি সেবা

সিলেট

তানজিল হোসেন, গোয়াইনঘাট:

সিলেটের গোয়াইনঘাট উপজেলার হাওর এলাকায় বন্যার্ত পানিবন্দী জনগণকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসপির পক্ষ থেকে মানবিক সহায়তা প্রদানের অংশ হিসেবে সমন্বিত সরকারি জরুরি সেবা প্রদান কার্যক্রম পরিচালিত হয়েছে। মঙ্গলবার (২৫ জুন) সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলার লেঙ্গুড়া ইউপির লেঙ্গুড়া হাওর ও নন্দীরগাঁও ইউপির চলিতাবাড়ি, শিয়ালাহাওর, জলুরমুখ এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে সমন্বিত জরুরি সেবা কার্যক্রম পরিচালনা করা হয়।


উপজেলা নির্বাহী অফিসার মো: তৌহিদুল ইসলামের নেতৃত্বে সমন্বিত জরুরি সরকারি সেবা কার্যক্রমের বিভিন্ন টিম সমন্বয় করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শীর্ষেন্দু পুরকায়স্থ।

সমন্বিত জরুরি সেবার যেসকল বিষয় অন্তর্ভুক্ত ছিল:
ফ্রি মেডিকেল ক্যাম্প: উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের কর্মকর্তা ডা. কিশলয় সাহার নেতৃত্বে হাওর এলাকার জনগণের পানিবাহিত রোগ প্রতিরোধে ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে বন্যার্তদের মধ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে চিকিৎসা পরামর্শ, বিনামূল্যে ঔষধ প্রদান ও খাবার স্যালাইন বিতরণ করে মেডিকেল টিম। এতে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যসেবা কর্মীরা উপস্থিত ছিলেন।

বিশুদ্ধ পানি সরবরাহ : উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের পক্ষ থেকে বন্যার্তদের মধ্যে বিশুদ্ধ পানি সরবরাহ প্রদান করা হয়েছে। এতে ১০ হাজার পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, ১০০টি বিশুদ্ধ পানিসহ ১০ লি. ধারণ ক্ষমতার জেরিকেন ও প্রতি ১০ পরিবারের জন্য ১টি মোট ৪০টি হাইজিন কীট হয়।

রান্না খাবার বিতরণ: গোয়াইনঘাট থানার উদ্যোগে বন্যার্ত ৪০০ জনকে রান্না করা খিচুড়ি বিতরণ করা হয়েছে। এতে নেতৃত্ব দেন গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মো: রফিকুল ইসলাম পিপিএম।

ভেটেরিনারি সেবা: গবাদিপশুর বন্যাকালীন বিশেষ স্বাস্থ্য সেবা পরিচর্যার জন্য ৪০টি পরিবারের মধ্যে গো-খাদ্য, জরুরি ঔষধ ও ভিটামিন প্রদান করা হয়েছে। এতে সেবা প্রদান করেন ভেটেরিনারি সার্জন ডা. সাবের ও উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. জামাল খানের টিম।

কৃষি সেবা: বন্যাকালীন কৃষি ও কৃষকের সুরক্ষা সেবা প্রদান করে উপজেলা কৃষি ও সম্প্রসারণ অফিস। এ সময় শাক-সবজির বীজ এবং বন্যাকালীন সময়ে ধান সংরক্ষণ পদ্ধতি সম্পর্কিত পরামর্শ প্রদান করেন উপজেলা কৃষি অফিসার রায়হান পারভেজ রনি ও তার কৃষি টিম।

সামাজিক সুরক্ষা সেবা: বন্যা দুর্গত এলাকার বয়স্ক, প্রতিবন্ধীদের জন্য সামাজিক সুরক্ষা সহায়তা সেবা দিয়েছে উপজেলা সমাজসেবা অফিস। এতে নেতৃত্ব দেন উপজেলা সমাজসেবা অফিসার আবু কাওসার।

এছাড়া সমন্বিত জরুরি সেবা কার্যক্রমে সরকারি দপ্তরের পাশাপাশি এনজিও সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ -এর পক্ষ থেকে ১০ হাজার পানি বিশুদ্ধকরণ পাউডার প্যাকেট বন্যা দুর্গত ৫০০ পরিবারের মধ্যে বিতরণ করে।
এসব সমন্বিত জরুরি সেবা কার্যক্রমে সুশীল সমাজের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল হক।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. তৌহিদুল ইসলাম বলেন, গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দুর্যোগকালীন সময়ে সমন্বিত জরুরি সেবা প্রদান কার্যক্রম অব্যাহত থাকবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *