গোয়াইনঘাটে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন

সিলেট

তানজিল হোসেন, গোয়াইনঘাট:

‘জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়’ শীর্ষক স্লোগানে সিলেটের গোয়াইনঘাটে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুর ১২টায় গোয়াইনঘাট বিয়াম ল্যাবরেটরি স্কুল প্রাঙ্গণে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় উপজেলা প্রশাসনের আয়োজনে এ মেলার আয়োজন করা হয়।
মেলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণে অনুষ্ঠানের উদ্বোধন করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: সাইদুল ইসলাম। এতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা দুই দিনব্যাপী মেলায় তাদের নিজ উদ্ভাবিত ধারণা থেকে আবিষ্কার করা বিভিন্ন প্রজেক্ট উপস্থাপন করে।
মেলায় উপজেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১১টি স্টল প্রদর্শিত হয়। উদ্বোধন শেষে স্টল পরিদর্শন করেন অনুষ্ঠানের উদ্বোধক ভারপ্রাপ্ত ইউএনও মো: সাইদুল ইসলাম।
এ সময় উপজেলা কৃষি অফিসার রায়হান পারভেজ রনি, উপজেলা সমাজসেবা অফিসার আবু কাওছার, যুব উন্নয়ন কর্মকর্তা ফয়জুল হক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সচিব সিনিয়র সাংবাদিক আব্দুল মালিক, গোয়াইনঘাট সোনালী ব্যাংকের ম্যানেজার আবুল কালাম ও সাবেক ম্যানেজার শফিকুল ইসলাম ভূইয়াসহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকবৃন্দ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *