গোলাপগঞ্জে পাওনা টাকার জেরে হামলায় যুবক নিহত

সিলেট

গোলাপগঞ্জে পাওনা টাকার জেরে প্রতিপক্ষের হামলায় জাবেদ আহমদ (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। রোববার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের করগাও আদমপাড়ায় এ ঘটনাটি ঘটে।

নিহত জাবেদ আহমদ লক্ষণাবন্দ ইউনিয়নের করগাও আদমপাড়ার আফতাব আলীর পুত্র।

জানা যায়, জাবেদ আহমদ এর পরিবারের কাছে প্রবাসে পাঠানোর টাকা পাওনা ছিল প্রতিপক্ষের। এ নিয়ে তাদের দু’পক্ষের মধ্যে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিল।

রোববার রাতে এর জের ধরেই প্রতিপক্ষরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য কফিল উদ্দিন জানান, তাদের দীর্ঘদিনের বিরোধ মিমাংসার জন্য সালিশ চলমান ছিল। বার বার বৈঠক করেও কোন সুরাহা হচ্ছিল না। বৈঠকের মাধ্যমে পাওনা টাকার একটা অংশ পরিশোধের জন্য বলা হয়েছিল। তারা সময় নিয়েছিলেন। আর এর মধ্যেই ঘটনা ঘটে গেল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মাছুদুল আমীন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *