রাসেল আহমদ,(গোলাপগঞ্জ প্রতিনিধি)
গোলাপগঞ্জে মধ্যপাচ্য প্রবাসী কল্যান পরিষদের উদ্যোগে প্রায় শতাধিক অসহায় পরিবারের মধ্যে টেবিল ফ্যান বিতরন করা হয়েছে। গতকাল শনিবার বিকেল ৩টায় গোলাপগঞ্জ পৌরসভা অডিটরিয়ামে পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেলের সভাপতিত্বে ও তরুন সাংবাদিক ফাহিম আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কানাডা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি, সিলেট জেলা আওয়ামীলীগের সদস্য, দৈনিক শুভ প্রতিদিন পত্রিকার প্রকাশক সরওয়ার হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, পৌরসভার প্যানেল মেয়র হেলালুজ্জামান হেলাল, ব্রাজিল আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা আহ্বায়ক আবু সুফিয়ান উজ্জল, পরিচালনা কমিটির সদস্য সায়বুল ইসলাম সাজন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কামরুল ইসলাম। সূচিত অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন পরিচালনা কমিটির সদস্য রুম্মান আহমদ।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সাংগঠনিক সম্পাদক মাছুম আহমদ, ফরহাদ আহমদ, সহ-দপ্তর সম্পাদক ফয়ছল আহমদ, প্রচার সম্পাদক সাবের আহমদ, অর্থ সম্পাদক কবির আহমদ, সদস্য নিরব আহমদ, পরিচালনা কমিটির সভাপতি জাকারিয়া আহমদ, সদস্য জামিল আহমদ, সেজাউল করিম তাজু প্রমুখ।
অনুষ্টানে সেরা স্বেচ্ছাসেবী কর্মদক্ষতার জন্য সংগঠনের পক্ষ থেকে ৪ সদস্যকে ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করেন উপস্থিত অতিথিবৃন্দ।
বার্তা প্রেরক:
রাসেল আহমদ
গোলাপগঞ্জ, সিলেট
01763432703